২ ঘন্টা আগে
৬ ঘন্টা আগে
১৮ ঘন্টা আগে
ছবি: এআইয়ের সাহায্যে তৈরি প্রতীকী ছবি
পুরোনো গেম কনসোলের বিপরীতে ওপেনএআইয়ের চ্যাটবট কেমন পারফর্ম করে, তা জানতেই ম্যাচটি আয়োজন করেন কারুসো। এক লিংকডইন পোস্টে তিনি লেখেন, চ্যাটজিপিটি নৌকাকে হাতি বলে ভুল করে, সৈন্যের সাধারণ কৌশল ধরতে পারে না এবং বারবার ভুলে যায় কোথায় কোন ঘুঁটি ছিল।
হালের চ্যাটজিপিটিকে হারিয়ে দিয়েছে ১৯৭০-এর দশকের ভিডিও গেম কনসোল আটারি ২৬০০। রবার্ট কারুসো ম্যাচটি আয়োজন করেন। তিনি মার্কিন ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান সাইট্রিক্সের প্রকৌশলী। তার মতে, চ্যাটজিপিটিকে হতবিহ্বল করে দিয়েছে আটারি।
ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়েছে, একটি সফটওয়্যার এমিউলেটরে আটারি ২৬০০-এর জন্য ১৯৭৯ সালে মুক্তি দেওয়া গেম ‘ভিডিও চেস’ চালান কারুসো। পুরোনো গেম কনসোলের বিপরীতে ওপেনএআইয়ের চ্যাটবট কেমন পারফর্ম করে, তা জানতেই ম্যাচটি আয়োজন করেন তিনি। এক লিংকডইন পোস্টে তিনি লেখেন, ‘চ্যাটজিপিটি নৌকাকে হাতি বলে ভুল করে, সৈন্যের সাধারণ কৌশল ধরতে পারে না এবং বারবার ভুলে যায় কোথায় কোন ঘুঁটি ছিল।’
কারুসো আরও বলেন, ৯০ মিনিটের গেমে চ্যাটজিপিটি বারংবার ভুল করেছে, প্রতিদ্বন্দ্বীর সঙ্গে না পেরে বারবার নতুন করে ম্যাচ শুরুর আহ্বান জানিয়েছে।
চ্যাটজিপিটির এই ভরাডুবির কারণটাও পরিষ্কার। চ্যাটজিপিটি একটি ল্যাংগুয়েজ মডেল, কোনো চেস ইঞ্জিন না। শব্দের পর শব্দ বসিয়ে যেভাবে বাক্য তৈরি করতে পারে, যেভাবে কথোপকথন চালাতে পারে, সেভাবে গেমের লজিক ধরতে পারে না। স্টকফিশ বা ডিপ ব্লুর মতো গেমের কৌশল বুঝতে পারে না। সে কারণেই লেখা তৈরিতে মুনশিয়ানা দেখালেও দাবার বোর্ডে চ্যাটিজিপিটি একদমই কাঁচা।
ক্যানন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ক্যামেরা, ইমেজিং ও প্রিন্টিং পণ্যের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বিশ্বজুড়ে। জাপানে...