৮ ঘন্টা আগে
৯ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
গত ডিসেম্বরের শেষের দিকে তারা একটি ওপেন-সোর্স লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল উন্মোচন করে। এটি তৈরি করতে মাত্র দুই মাস সময় লেগেছে এবং খরচ হয়েছে ৬০ লাখ ডলারেরও কম। এতে ব্যবহার করা হয়েছে এনভিডিয়ার ‘এইচ ৮০০’ চিপ।
যুক্তরাষ্ট্রে অ্যাপলের অ্যাপ স্টোরে চ্যাটজিপিটিকে পেছনে ফেলে শীর্ষ বিনামূল্যের অ্যাপ হিসেবে উঠে এসেছে চীনা এআই স্টার্টআপ ডিপসিক। ‘সেন্সর টাওয়ার’-এর তথ্য অনুযায়ী, ১০ জানুয়ারি চালুর পর থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপটি মার্কিন ব্যবহারকারীদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।
এই মাইলফলকটি প্রমাণ করে, ডিপসিক কীভাবে সিলিকন ভ্যালিতে প্রভাব বিস্তার করছে। এমন সময়ে এটি ঘটছে, যখন ওয়াশিংটন উন্নত চিপ ও এআই সক্ষমতা থেকে চীনকে দূরে রাখতে রপ্তানি নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালাচ্ছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনা ওই রপ্তানি নিয়ন্ত্রণের কার্যকারিতা নিয়ে প্রচলিত ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে। তুলনামূলক সাশ্রয়ী ও কম ক্ষমতার চিপ ব্যবহারের পরেও চ্যাটজিপিটিকে ছাড়িয়ে গেছে ডিপসিক।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ডিসেম্বরের শেষের দিকে তারা একটি ওপেন-সোর্স লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল উন্মোচন করে। এটি তৈরি করতে মাত্র দুই মাস সময় লেগেছে এবং খরচ হয়েছে ৬০ লাখ ডলারেরও কম। এতে ব্যবহার করা হয়েছে এনভিডিয়ার ‘এইচ ৮০০’ চিপ।
চীনে প্রথমবারের মতো এআই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রকাশ করে দেশটির সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু। সেই তুলনায় ২০২৩ সালে প্রতিষ্ঠিত চীনের হ্যাংজুভিত্তিক ছোট স্টার্টআপ ডিপসিক-এর ইতিহাস নিয়ে খুব কমই জানা যায় বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এরপর থেকে, ছোট-বড় কয়েক ডজন চীনা প্রযুক্তি কোম্পানি নিজেদের নিজস্ব এআই মডেল উন্মোচন করেছে। তবে ডিপসিক’ই প্রথম, যেটি মার্কিন প্রযুক্তি শিল্পে এমন স্বীকৃতি পেল। সূত্র: রয়টার্স
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...