বৃহস্পতিবার

ঢাকা, ২৭ মার্চ ২০২৫

সর্বশেষ


লাইফস্টাইল

চ্যাটজিপিটি ব্যবহারের সুবিধাসহ ক্রসবিটসের নেক্সাস স্মার্টওয়াচ

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, দুপুর ১০:২৯

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

স্মার্টওয়াচে চ্যাটজিপিটি প্রযুক্তি ব্যবহারের সুবিধা রয়েছে। এছাড়া জিপিএস ট্র্যাকিংসহ ডাইনামিক আইল্যান্ড এবং ইবুক রিডারের মতো বিভিন্ন ফিচার রয়েছে। এতে অ্যালটিমিটার, ব্যারোমিটার, কম্পাসের মতো সেন্সরের সঙ্গে ব্লুটুথ কলিং ফিচার দেয়া হয়েছে।

চ্যাটজিপিটির ব্যবহারের সুবিধাসহ ভারতের বাজারে নতুন স্মার্টওয়াচ উন্মোচন করেছে ক্রসবিটস। নেক্সাস নামের স্মার্টওয়াচটিতে ২ দশমিক ১ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যাতে ৫০০টিরও বেশি কাস্টমাইজ ওয়াচ ফেস ব্যবহার করা যাবে।

স্মার্টওয়াচে চ্যাটজিপিটি প্রযুক্তি ব্যবহারের সুবিধা রয়েছে। এছাড়া জিপিএস ট্র্যাকিংসহ ডাইনামিক আইল্যান্ড এবং ইবুক রিডারের মতো বিভিন্ন ফিচার রয়েছে। এতে অ্যালটিমিটার, ব্যারোমিটার, কম্পাসের মতো সেন্সরের সঙ্গে ব্লুটুথ কলিং ফিচার দেয়া হয়েছে।

হেলথ মনিটর করার জন্য নেক্সাস স্মার্টওয়াচে হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মিটার, স্লিপ ট্র্যাকিং এবং রক্তচাপ পরিমাপের সুবিধাও রয়েছে। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৫.৩, যা আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ফোনে ব্যবহার করা যাবে। সিলভার ও ব্ল্যাক রঙে পাওয়া যাবে স্মার্টওয়াচটি।

একবারের চার্জে সাতদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে দাবি ক্রসবিটসের। স্মার্টওয়াচটির দাম রাখা হয়েছে ৫ হাজার ৯৯৯ রুপি। বর্তমানে শুধু অনলাইন থেকে ডিভাইসটি কেনা যাবে। সূত্র: গিজমোচায়না

সংবাদটি পঠিত হয়েছে: ৪০২ বার

এ সম্পর্কিত আরও খবর