১৯ ঘন্টা আগে
২০ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
ইতোমধ্যে রাজশাহী, সিলেট, খুলনা এবং আজ চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ইয়্যুথ ইনোভেশন চ্যালেঞ্জ। সামিটের চূড়ান্ত পর্ব আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকার বিসিসিতে অনুষ্ঠিত হবে।
বন্দনগরী চট্টগ্রামে ইয়্যুথ ইনোভেশন চ্যালেঞ্জের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। ইয়্যুথ ইনোভেশন চ্যালেঞ্জ, চট্টগ্রাম বিজয়ী হয়েছে ইউনিঅ্যাপ।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন ব্যবস্থা নিয়ে একটি ইউনিফাইড অ্যাপ উপস্থাপন করে চ্যাম্পিয়ন হয়ে দলটি জিতে নিয়েছেন তিন লাখ টাকা। এছাড়াও চ্যালেঞ্জে পরিবেশবান্ধব ডেলিভারি সেবার ধারণা দিয়ে প্রথম রানার্স আপ হয়ে ইজিগো জিতেছে ২ লাখ টাকা এবং নারীদের জন্য নিরাপদ, ঝামেলা মুক্ত, দ্রুত এবং সাশ্রয়ী মূল্যের পরিবহন সমাধান দিয়ে রোডবুক বিডি পেয়েছে ১ লাখ টাকা।
চট্টগ্রাম ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ইভেন্টটিতে ক্যাম্পাসে শনিবার (২২ ফেব্রুয়ারি) প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন চট্টগ্রাম ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সিআইইউ বিজনেস স্কুলের ডিন ড. সৈয়দ মঞ্জুর কাদের।
চট্টগ্রামের সেরা উদ্ভানী চ্যালেঞ্জারদের হাতে পুরস্কার তুলে দেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী।
আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী জানান, ইতোমধ্যে রাজশাহী, সিলেট, খুলনা এবং আজ চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ইয়্যুথ ইনোভেশন চ্যালেঞ্জ। সামিটের চূড়ান্ত পর্ব আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকার বিসিসিতে অনুষ্ঠিত হবে।
এসময় অন্যান্যের মধ্যে বিডি জবসের প্রতিষ্ঠাতা ও সিইও ফাহিম মাশরুর, মোয়ার স্পেস লিমিটেড সহ-প্রতিষ্ঠাতা ও সিইও নাবিলা নওরিন, আইফার্মার সহ-প্রতিষ্ঠাতা ফাহাদ ইফাজ, ট্রাকলাগবে প্রতিষ্ঠাতা সিইও আনায়েত রাশিদ প্রমুখ।
দিনব্যাপী চ্যালেঞ্জে নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে নির্বাচিত উদ্ভানী চ্যালেঞ্জ লুপব্যাগ, ইজিগো, গ্রোক্কি, রোডবুক বিডি, খেলবু, ইউঅ্যাপ, বিআইটি এবং তদভব। এছাড়াও ইভেন্টে একটি মাস্টার ক্লাস অনুষ্ঠিত হয়।
"স্টার্টআপ ফান্ডামেন্টালস: ব্যবসা গড়ে তোলা এবং স্কেল করার মৌলিক বিষয়" নিয়ে অনুষ্ঠিত ক্লাসটি পরিচালনা করেন এন্ডিউরিংএক্স প্রতিষ্ঠাতা মির্জা সালমান হোসেন বেগ। এছাড়াও ব্যাবসায় : ধারণা থেকে বিকাশ: স্টার্টআপ যাত্রা" শীর্ষক একটি প্যানেল আলোচনা পরিচালনা করেন স্টার্টআপ চট্টগ্রাম প্রতিষ্ঠাতা আরাফাতুল ইসলাম আকিব।
প্রসঙ্গত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের মাধ্যম দেশের তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত এবং ক্ষমতায়িত করতে ফেব্রুয়ারি মাসজুড়ে দেশের পাঁচটি বিভাগে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে ইয়্যুথ স্টার্টআপ সামিট ২০২৫।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...