বৃহস্পতিবার

ঢাকা, ২৭ মার্চ ২০২৫

সর্বশেষ


টিপস

চিকিৎসকদের জন্য গুগলের নতুন এআই মডেল

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৪৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

মডেলটির নাম মেডএলএম। এটি স্বাস্থ্যসেবা খাতে ব্যবহারের জন্য ফাইন-টিউন করা ফাউন্ডেশন মডেলের একটি অংশ।

নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের ঘোষণা দিয়েছে গুগল। সম্পূর্ণ নতুন ধরনের এআই মডেলটি বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান নিজেদের কাজে ব্যবহার করতে পারবে বলে দাবি কোম্পানিটির।

মডেলটির নাম মেডএলএম। এটি স্বাস্থ্যসেবা খাতে ব্যবহারের জন্য ফাইন-টিউন করা ফাউন্ডেশন মডেলের একটি অংশ।

গুগলের মতে, স্বাস্থ্যসেবা সংস্থাগুলো মৌলিক কাজ থেকে শুরু করে জটিল কাজ পর্যন্ত বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য এআইয়ের ব্যবহার করতে আগ্রহী।

গুগলের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট ইয়োসি মাতিয়াস বলেন, ‘বিভিন্ন সংস্থার সঙ্গে আমরা আমাদের সরঞ্জামগুলোকে পাইলট করছি, এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি ওই কাজের জন্য সবচেয়ে কার্যকর মডেলটি ব্যবহারের ক্ষেত্র অনুযায়ী পরিবর্তিত হয়।’

গুগল ক্লাউডের স্বাস্থ্যসেবা কৌশল ও সমাধানের গ্লোবাল ডিরেক্টর অসীমা গুপ্তা জানান, দুটি মেডএলএম মডেল রয়েছে। প্রথম মেডএলএম মডেলটি বড়, জটিল কাজের জন্য ডিজাইন করা হয়েছে। দ্বিতীয়টি হলো একটি মাঝারি মডেল, যা সূক্ষ্ম সমস্যাগুলো সমাধান করতে পারবে।

তিনি আরো বলেন,  ‘এ মডেলগুলোর বিকাশ নির্দিষ্ট স্বাস্থ্যসেবা ও জীবন বিজ্ঞানের গ্রাহকের চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছে। যেমন এআই মডেলটি একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর চিকিৎসাসংক্রান্ত প্রশ্নের উত্তর দেবে এবং বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে সারাংশ তৈরি করবে।’

অসীমা গুপ্তা জানান, তারা যেসব প্রতিষ্ঠানের সঙ্গে মেডএলএম পরীক্ষা করেছেন, তাদের মধ্যে অনেকে এ মডেলটি তৈরি করতে আগ্রহী এবং তারা পরীক্ষামূলক কার্যক্রম আরো বাড়াচ্ছেন।

গুগল জানায়, স্বাস্থ্যসেবা খাতে জেনারেটিভ এআই রূপান্তরমূলক সম্ভাবনা আনতে আগ্রহী। এ মডেলটির মাধ্যমে প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারসহ পেশাদারদের সংযুক্ত করবে। সেজন্য গুগল গবেষক, স্বাস্থ্য ও জীববিজ্ঞান সংস্থা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রতিনিয়ত স্বাস্থ্যসেবার মডেল উন্নয়নে কাজ করছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

সংবাদটি পঠিত হয়েছে: ৩৬৪ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

জি-মেইলের স্টোরেজ বাড়ানোর উপায়

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪