১ ঘন্টা আগে
৩ ঘন্টা আগে
১ দিন আগে
ছবি: সংগৃহীত
ব্যবসায়ীরা এসে বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চাইলে তাদেরকে জানানো হয়েছে তিনি এখন স্পেনে রয়েছেন। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে যোগ দিতে ঢাকা ছেড়েছেন। ব্যবসায়ীরা মনে করছেন, চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব না হলেও তারা কমিশনার বা ডিজি পর্যায়ের কোনো উচ্চ পদস্থ কর্মকর্তার কাছ থেকে উত্তর পাবেন।
ফের রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে জড়ো হয়েছেন থানা আইএসপি ব্যবসায়ীরা। নতুন লাইসেন্স নীতিমালায় নিজেদের স্বতন্ত্র অবস্থান অটুট রাখার দাবিতে মঙ্গলবার বিটিআরসি ভবনের নিচ তলায় সমবেত হয়েছেন। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন বলে জানা গেছে।
থানা আইএসপি ব্যবসায়ীরা বলছেন, গত ২৭ ফেব্রুয়ারি বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারীর কাছে লেখা স্মারক লিপি বিষয়ে জানতে আমরা এখানে সমবেত হয়েছি। গতকাল আবেদনকারীদের কয়েকজনের কাছে বিটিআরসি’র পক্ষ থেকে ফোন দেওয়া হয়েছিলো। আমরা আশা করছি, আজ কোনো ইতিবাচক উত্তর পাওয়া যাবে।
জানা গেছে, ব্যবসায়ীরা এসে বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চাইলে তাদেরকে জানানো হয়েছে তিনি এখন স্পেনে রয়েছেন। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে যোগ দিতে ঢাকা ছেড়েছেন। ব্যবসায়ীরা মনে করছেন, চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব না হলেও তারা কমিশনার বা ডিজি পর্যায়ের কোনো উচ্চ পদস্থ কর্মকর্তার কাছ থেকে উত্তর পাবেন।
এ নিয়ে ওয়াইড কমিউনিকেশনের আনোয়ার আহমেদ মিঠু জানান, লাইসেন্সিং প্রক্রিয়ার মধ্যে থেকে আমরা ইন্টারনেট সেবা দিতে চাই। গত ২৭ ফেব্রুয়ারি স্মারকলিপি দেওয়ার পর গতকাল বিটিআরসি থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিলো। ফোন নম্বর, কোম্পানির নাম নিয়েছে। আমার মনে হয়, আজকে এ নিয়ে আমাদের ব্রিফ করা হতে পারে। এ জন্য আমরা অপেক্ষা করছি। তবে উদ্বেগ নিয়েই অনেকে আজ নিজ উদ্যোগে এখানে এসেছেন। আমাদের সার্টিফিকেশন করা হলে এখন থেকে ১০ গুণ সার্ভিস প্রোভাইডার বাড়বে।
আনোয়ার আহমেদ আরও বলেন, এই সার্টিফিকেশনে সরকারও কোনো ভ্যাট ট্যাক্স পাবে না। লাইসেন্সিং হলে ভ্যাট-ট্যাক্স আরোপ সহজ হবে। একইসঙ্গে সেবার মানও বাড়বে।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...