বুধবার

ঢাকা, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ


ট্রেন্ডিং

চীনের সঙ্গে টিকটক নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১২:০২

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যালফাবেট ইনক (গুগলের মূল কোম্পানি) ও মেটা প্ল্যাটফর্মসও টিকটকের ভবিষ্যৎ নিয়ে নিবিড় নজর রাখছে। তারা পরিস্থিতি বিশ্লেষণ করছে এবং সম্ভাব্য সিদ্ধান্তের জন্য প্রস্তুতি নিচ্ছে। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন চীনের সঙ্গে টিকটক নিয়ে আলোচনা করছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রয়র্টাসের প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

চীনা সংস্থা বাইটড্যান্সের মালিকানাধীন অন্যতম জনপ্রিয় সামাজিক মাধ্যম ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক অ্যাপ। মার্কিন সরকার নিরাপত্তা উদ্বেগের কারণে আগে থেকেই টিকটকের কার্যক্রম নিয়ে তদন্ত করছে।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে টিকটক নিয়ে আলোচনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলে যুক্তরাষ্ট্রে টিকটককে নিষিদ্ধের হাত থেকে বাঁচিয়েছেন। তবে তিনি সব সময়ই চেয়েছেন এই চীনা উদ্যোগটির মালিকানা যেনো মার্কিনদের হাতেই রাখা হয়।

চীনা মালিকানাধীন বাইটড্যান্সেকে জানুয়ারির মধ্যে টিকটকের মার্কিন সম্পদ বিক্রি করতে বলা হয়েছিল, অন্যথায় অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে।

কেননা গত বছর থেকেই আইনপ্রণেতারা আশঙ্কা করছেন, চীন সরকার টিকটকের মার্কিন ব্যবহারকারীদের ডাটা আদায় করতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে, টিকটক স্পষ্ট করেছে যে, তারা কখনোই ব্যবহারকারীদের ডাটা শেয়ার করেনি এবং ভবিষ্যতেও করবে না।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি টিকটকের ক্রয় নিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন এবং চলতি মাসেই এর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। যুক্তরাষ্ট্রে টিকটকের প্রায় ১৭০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যালফাবেট ইনক (গুগলের মূল কোম্পানি) ও মেটা প্ল্যাটফর্মসও টিকটকের ভবিষ্যৎ নিয়ে নিবিড় নজর রাখছে। তারা পরিস্থিতি বিশ্লেষণ করছে এবং সম্ভাব্য সিদ্ধান্তের জন্য প্রস্তুতি নিচ্ছে। সূত্র: রয়টার্স। 

সংবাদটি পঠিত হয়েছে: ৬৪ বার

এ সম্পর্কিত আরও খবর