সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


বিশেষ প্রতিবেদন

চীনের এআই অগ্রগতি: ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এনভিডিয়া প্রধান

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৪:১৩

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

চীনের এআই অগ্রগতিই এই আলোচনার মূল কারণ। বিশেষ করে, চীনা এআই প্রতিষ্ঠান ডিপসিকের নতুন স্বল্প ব্যয়ের এআই মডেল বিশ্ব প্রযুক্তিখাতে ব্যাপক সাড়া ফেলেছে। এই মডেল উন্নত প্রযুক্তি ব্যবহার করে কম খরচে উচ্চ কার্যক্ষমতা প্রদান করছে, যা বৈশ্বিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। 

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং। তাঁদের একান্ত আলোচনায় উঠে এসেছে চীনা এআই চ্যাটবট কোম্পানি ডিপসিকের দ্রুত উত্থান ও এআই চিপ রপ্তানির নিষেধাজ্ঞার বিষয়। শনিবার (১ ফেব্রুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

বৈঠক শেষে  মার্কিন প্রেসিডেন্ট আলোচনা বিষয় গণমাধ্যমকে বিস্তারিতভাবে না জানালেও তিনি বলেন, ‘জেনসেন হুয়াং একজন ভদ্রলোক। আমাদের দুজনের মধ্যে সুন্দর গঠনমূলক আলোচনা হয়েছে।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের এআই অগ্রগতিই এই আলোচনার মূল কারণ। বিশেষ করে, চীনা এআই প্রতিষ্ঠান ডিপসিকের নতুন স্বল্প ব্যয়ের এআই মডেল বিশ্ব প্রযুক্তিখাতে ব্যাপক সাড়া ফেলেছে। এই মডেল উন্নত প্রযুক্তি ব্যবহার করে কম খরচে উচ্চ কার্যক্ষমতা প্রদান করছে, যা বৈশ্বিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ডিপসিকের এই উদ্ভাবন কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে চীনের অবস্থানকে আরও শক্তিশালী করছে, যা যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তাই, ট্রাম্প ও এনভিডিয়া প্রধানের আলোচনায় এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে, ট্রাম্প প্রশাসন এনভিডিয়ার চীনের জন্য তৈরি এইচ২০ চিপের রপ্তানির ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের কথা ভাবছে। যদিও এই সিদ্ধান্তের আলোচনা বাইডেন প্রশাসনের সময় থেকেই চলছিল, তবে ট্রাম্প প্রশাসন চীনের এআই উন্নয়ন ঠেকাতে আরও কঠোর নীতি গ্রহণ করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই নিষেধাজ্ঞা চীনের এআই খাতের অগ্রগতিকে ধীর করতে পারে। তবে এটি এনভিডিয়ার জন্য একটি বড় বাণিজ্যিক চ্যালেঞ্জ তৈরি করবে। কারণ চীন তাদের অন্যতম প্রধান বাজার।

বৈঠকের পর এনভিডিয়া জানায়, তারা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছে কিভাবে মার্কিন প্রযুক্তি ও এআই খাতে নেতৃত্ব আরও শক্তিশালী করা যায়। আলোচনায় মূলত চীনের অগ্রগতি প্রতিহত করা, এআই চিপের রপ্তানি নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রের এআই গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে। প্রশাসনের লক্ষ্য হলো বিশ্ব এআই প্রতিযোগিতায় মার্কিন আধিপত্য নিশ্চিত করা এবং প্রযুক্তিগত নিরাপত্তা বজায় রাখা। সূত্র: রয়টার্স।

সংবাদটি পঠিত হয়েছে: ৫০ বার

এ সম্পর্কিত আরও খবর