রবিবার

ঢাকা, ২০ এপ্রিল ২০২৫

সর্বশেষ


গ্যাজেট

চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণে ঘুমন্ত চিকিৎসক নিহত

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ৪:১৭

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

ধারণা করা হচ্ছে, মুঠোফোনটি চার্জে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়ে তার শরীরে আগুন ধরে যায়। কী কোম্পানির মোবাইল ছিল, তা জানা যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘুমন্ত অবস্থায় চার্জে রাখা হ্যান্ডফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহত হয়েছেন ময়মনসিংহ নগরীর ঘুমন্ত এক চিকিৎসক। শুক্রবার ভোররাতে নগরীর ৮/ঘ জমির মুন্সি এলাকার নিজ বাসায় এই দুর্ঘনা ঘটে। তবে কোন ব্র্যান্ডের ফোন বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি নিহত পরিবারের সদস্য। এমনকি সুরতহাল ছাড়াই তাকে দাফন করা হয়েছে।

জানাগেছে, নিহত চিকিৎসকের নাম তারিকুল আলম (৪২)। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি নগরের গরিব জমির মুন্সি এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে।

দুর্ঘটনায় ঘটনায় নিহত ব্যক্তির ভাই তাসরিকুল আলম শুক্রবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার আবেদন করেন। পুলিশের কাছেও আবেদন দেওয়া হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হননি।

এ নিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, রাত একটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনের মতো অস্ত্রোপচার শেষে বাসায় ফেরেন চিকিৎসক। পরিবারের অন্য সদস্যদের বিরক্ত না করে তিনি আলাদা রুমে ঘুমাতে যান। বিছানার পাশে রাখা মাল্টিপ্লাগে নিজের মোবাইল ফোন চার্জে রেখে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, মুঠোফোনটি চার্জে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়ে তার শরীরে আগুন ধরে যায়। কী কোম্পানির মোবাইল ছিল, তা জানা যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে থানা-পুলিশ জানায়, মোবাইলফোন বিস্ফোরিত হলে ঘুমন্ত তারিকুলের দুই হাত, বুক, নাক-মুখ পুড়ে যায়। পোড়া গন্ধ আর আওয়াজ পেয়ে পরিবারের লোকজন দরজা খুলে তারিকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি পঠিত হয়েছে: ৯৭ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

ব্রাদার প্রিন্টারে বৈশাখী অফার

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫
Card image

নব-প্রেরণায় ‘অপো রেনো ১৩ ৫জি’

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫