১৮ ঘন্টা আগে
১৯ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
অ্যামাজনের কর্মীরা দীর্ঘদিন ধরে ‘চাইম’ যোগাযোগ সেবা ব্যবহার করতেন, যা ভিডিও কল, চ্যাট ও ব্যবসায়িক কলের সুযোগ দিত।
অ্যামাজন ঘোষণা করেছে, তারা ২০২৬ সাল থেকে ‘চাইম’ যোগাযোগ সেবা বন্ধ করবে। পাশাপাশি, নতুন গ্রাহকরা বুধবারের পর থেকে এই সেবায় নিবন্ধন করতে পারবেন না। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
অ্যামাজনের কর্মীরা দীর্ঘদিন ধরে ‘চাইম’ যোগাযোগ সেবা ব্যবহার করতেন, যা ভিডিও কল, চ্যাট ও ব্যবসায়িক কলের সুযোগ দিত।
অ্যামাজনের ক্লাউড ইউনিট এডব্লিউএস জানিয়েছে, ‘২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি থেকে ‘চাইম’ যোগাযোগ সেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এর আগে, অ্যামাজন ‘ইনস্পায়ার’ নামের আরেকটি সেবা বন্ধ করে, যা টিকটকের মতো সংক্ষিপ্ত ভিডিও ও ফটো ফিড প্ল্যাটফর্ম ছিল।
এদিকে, অ্যামাজন তাদের নতুন এআই-চালিত অ্যালেক্সা পরিষেবা চালু করতে যাচ্ছে এবং এ মাসের শেষ দিকে এটি প্রকাশ করা হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, অ্যামাজনের এডব্লিউএস ক্লাউড বিভাগ প্রথম প্রান্তিকে ১৯% রাজস্ব বৃদ্ধি পেলেও, প্রত্যাশিত ২৮.৮৭ বিলিয়ন ডলারের তুলনায় কিছুটা কম, ২৮.৭৯ বিলিয়ন ডলার অর্জন করেছে।
ক্লাউড সেবা খাতে দুর্বল পারফরম্যান্স দেখিয়েছে অ্যামাজনসহ অন্যান্য প্রতিষ্ঠান। যেমন, মাইক্রোসফট ও গুগল। সূত্র: রয়টার্স।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...