মঙ্গলবার

ঢাকা, ৮ জুলাই ২০২৫

সর্বশেষ


খবর

গ্রাহকের কাছ থেকে ৫ শতাংশ ভ্যাট আদায় নিশ্চিত করার মাধ্যমে দেশের রাজস্ব ভাণ্ডারকে সমৃদ্ধ করার ঘোষণা দিয়েছে আইএসপিএবি

ব্রডব্যান্ড ইন্টারনেটে ৭০০ টাকার প্যাকেজ ৫০০ টাকায়, ৫ শতাংশ ভ্যাট আদায়ে গুরুত্ব: আইএসপিএবি

প্রকাশ: ২ জুলাই ২০২৫, রাত ১:৩৪

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: অনলাইন

আইএসপিএবির সদস্যরা একমত হয়েছেন যে, সরকারের সাথে সমন্বয় করে এবং দেশের রাজস্ব খাতের উন্নয়নে ৫ শতাংশ ভ্যাট আদায়ে তারা গুরুত্ব দেবে এবং আদায়কৃতঅর্থ  রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবো।”

 

সারা দেশে গুণগত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করতে  ব্রডব্যান্ড ইন্টারনেট প্যাকেজের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছেে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি । ৭০০ টাকার প্যাকেজ এখন থেকে ৫০০ টাকায় পাওয়া যাবে। একইসাথে, গ্রাহকের কাছ থেকে ৫ শতাংশ ভ্যাট আদায় নিশ্চিত করার মাধ্যমে দেশের রাজস্ব ভাণ্ডারকে সমৃদ্ধ করার ঘোষণা দিয়েছে আইএসপিএবি। এই সিদ্ধান্ত ১ জুলাই, মঙ্গলবার থেকে কার্যকর হবে, জানিয়েছে আইএসপিএবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে কোনো আইএসপি (থানা, জেলা, বিভাগীয় বা জাতীয় পর্যায়ে) ৫ এমবিপিএস ব্যান্ডউইথ সেবা প্রদান করে না। আইএসপিগুলো গড়ে ১০ এমবিপিএস ব্যান্ডউইথ দিয়ে থাকে, যার মূল্য ছিল ৭০০ টাকা। সেই অনুযায়ী আইএসপিএবি প্যাকেজের দাম ৫০০ টাকা থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম এ প্রসঙ্গে বলেন, “স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় বিশ্বের ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮তম। এই সূচকে বাংলাদেশের অবস্থান উন্নয়ন করতে চাই আমরা। সেই আলোকে দেশের আইএসপিগুলো কোয়ালিটি অব সার্ভিস (মানসম্মত সেবা) এবং বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান আরও উন্নত করতে সর্বনিম্ন ১০ এমবিপিএস দিয়ে শুরু করতে যাচ্ছে। সরকারের যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসওএফ) ও রেভিনিউ শেয়ার (রাজস্ব ভাগাভাগি) প্রত্যাহার করে নেয়, তাহলে আইএসপিগুলো পরবর্তীতে ২০ এমবিপিএস ব্যান্ডউইথ নিশ্চিত করতে সক্ষম হবে।”

তিনি আরও বলেন, “বেশিরভাগ গ্রাহক মাসিক বিলের সাথে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে অনিচ্ছা প্রকাশ করেন। এই ভ্যাট আমরা আদায় করতে পারি না। তবে আইএসপিএবির সদস্যরা একমত হয়েছেন যে, সরকারের সাথে সমন্বয় করে এবং দেশের রাজস্ব খাতের উন্নয়নে ৫ শতাংশ ভ্যাট আদায়ে তারা গুরুত্ব দেবে এবং আদায়কৃতঅর্থ  রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবো।”

 

 

সংবাদটি পঠিত হয়েছে: ৭৬ বার

এ সম্পর্কিত আরও খবর