ছবি: সংগৃহীত
বোট স্টর্ম কল ৩ স্মার্টওয়াচে রয়েছে ১.৮৩ ইঞ্চির আয়তাকার ডিসপ্লে এবং এই স্মার্টওয়াচে একবার পুরো চার্জ দিলে সাতদিন পর্যন্ত ডিভাইস চালু থাকবে অর্থাৎ ব্যাটারিতে চার্জ বজায় থাকবে বলে জানিয়েছে বোট।
ভারতীয় স্মার্ট ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান বোট নতুন স্মার্টওয়াচ ‘বোট স্টর্ম কল ৩’ উন্মোচন করেছে। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই ফোনে রয়েছে ব্লুটুথ কলিংপরিষেবা। এছাড়াও রয়েছে নেভিগেশন সাপোর্ট।
বোট স্টর্ম কল ৩ স্মার্টওয়াচে রয়েছে ১.৮৩ ইঞ্চির আয়তাকার ডিসপ্লে এবং এই স্মার্টওয়াচে একবার পুরো চার্জ দিলে সাতদিন পর্যন্ত ডিভাইস চালু থাকবে অর্থাৎ ব্যাটারিতে চার্জ বজায় থাকবে বলে জানিয়েছে বোট।
একাধিক ফিটনেস এবং হেলথ ট্র্যাকার রয়েছে এই স্মার্টওয়াচে। সেই তালিকায় হার্ট রেট, ব্লাড অক্সিজেন লেভেল এবং স্লিপ সাইকেল মনিটর রয়েছে। বোটের নতুন এই স্মার্টওয়াচে ৭০০-র বেশি অ্যাক্টিভিটি মোড আগে থেকে সেট করা রয়েছে। এছাড়াও ব্যবহারকারীরা কাস্টমাইজড ওয়াচ ফেসের সুবিধা পাবেন। মাল্টিপল স্ট্র্যাপ কালার অপশন নিয়ে বাজারে আসছে বোট স্টর্ম কল ৩ স্মার্টওয়াচ।
বোটের নতুন স্মার্টওয়াচে একটি ইমার্জেন্সি এসওএস মোড রয়েছে। এর সাহায্যে অ্যালার্ট পাঠানো যাবে সেইসব কনট্যাক্টের কাছে যেগুলোকে ব্যবহারকারীরা আগে থেকে ইমার্জেন্সি কনট্যাক্ট হিসেবে সেট করে রেখেছেন। ওয়াচ বাটনে তিন থেকে পাঁচ সেকেন্ড জোরে চাপ দিয়ে রাখতে হবে। তার পরেই ইমার্জেন্সি কনট্যাক্টের কাছে ফোন কিংবা এসএমএস পৌঁছে যাবে অ্যালার্ট হিসেবে। সেই সঙ্গে ব্যবহারকারীরা লোকেশনও পেয়ে যাবেন তাঁরা।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...