রবিবার

ঢাকা, ১৫ জুন ২০২৫

সর্বশেষ


গ্যাজেট

বৈশ্বিক বাজারে এলো অনর ম্যাজিক ভি থ্রি

প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৪, সকাল ৮:৫৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

অনর ম্যাজিক ভি থ্রি স্মার্টফোনটি স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড সিক্স থেকেও পাতলা। স্যামসাংয়ের ফোনটি ১২ দশমিক ১ মিলিমিটার আর ম্যাজিক ভি থ্রি মাত্র ৯ দশমিক ২ মিলিমিটার।

চীনা কনজিউমার ইলেকট্রনিকসের সুপরিচিত ব্র্যান্ড অনর সম্প্রতি জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএস ইভেন্টে তাদের নতুন উদ্ভাবন ম্যাজিক ভি থ্রি স্মার্টফোন প্রদর্শন করেছে। বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে আন্তর্জাতিক বাজারে এটি উন্মোচন করা হয়।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, অনর ম্যাজিক ভি থ্রি স্মার্টফোনটি স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড সিক্স থেকেও পাতলা। স্যামসাংয়ের ফোনটি ১২ দশমিক ১ মিলিমিটার আর ম্যাজিক ভি থ্রি মাত্র ৯ দশমিক ২ মিলিমিটার।

৩ মিলিমিটারের এ পার্থক্য ফ্ল্যাগশিপ ফোনগুলোর জন্য গুরুত্বপূর্ণ, যা অনরের স্মার্টফোনটিকে আরো স্লিক ও পোর্টেবল করে তোলে। এছাড়া নতুন স্মার্টফোনটি ওজনেও হালকা, মাত্র ২২৬ গ্রাম এবং এতে ৬ দশমিক ৪৩ ইঞ্চি ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

অনর ভি থ্রির পেছনে একটি আটকোণাকৃতির (অক্টাগোনাল) ক্যামেরা আইল্যান্ড রয়েছে, যা এটিকে আরো আকর্ষণীয় করে তোলে। এ ফোনে ফ্যালকন ক্যামেরা নামে হাই-রেজল্যুশনের ক্যামেরা সিস্টেম রয়েছে।

স্মার্টফোনটিতে ম্যাজিক পোরটাল নামে একটি ফিচার রয়েছে, যা মাল্টিটাস্কিং উন্নত করতে ব্যবহারকারীকে একাধিক স্ক্রিনে একসঙ্গে কাজ করার সুবিধা দেয়। এর মাধ্যমে তথ্য যেমন ঠিকানা বা ছবি এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সরাসরি নেয়া যাবে কপি ও পেস্ট করা ছাড়াই। অনর ভি থ্রি তিনটি রঙে পাওয়া যাচ্ছে-রেডিশ ব্রাউন, ব্ল্যাক ও গ্রিন।

সংবাদটি পঠিত হয়েছে: ১৮৭ বার