মঙ্গলবার

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ


খবর

ব্লাকফ্রাইডে উপলক্ষে এক্সনহোস্টে চলছে ৬০% পর্যন্ত ছাড়

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, দুপুর ১২:১২

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে দেশের ওয়েবহোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান এক্সনহোস্ট হোস্টিং সার্ভিসে ২৫ থকে ৬০ শতাংশ ছাড় ঘোষণা করছে। এক্সনহোস্টের ওয়েবসাইট থেকে খুব সহজেই কুপন কোড ব্যবহার করে ছাড়ের সুবিধা পাওয়া যাব।

দেশসেরা হোস্টিং কোম্পানি এক্সনহোস্ট প্রতিবারের মতো এবারো আয়োজন করছে ব্লাকফ্রাইডে সেল। ব্ল্যাকফ্রাইডে হলো বিশ্বের শপিং দুনিয়ার বহুল প্রতীক্ষিত মেগা সেলের দিন, যা পশ্চিমা বিশ্বের থ্যাংকস গিভিংডের পরের দিন ব্ল্যাক ফ্রাইডে হিসেবে পরিচিত। এদিন ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ মূল্য ছাড় দেন।

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে দেশের ওয়েবহোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান এক্সনহোস্ট হোস্টিং সার্ভিসে ২৫ থকে ৬০ শতাংশ ছাড় ঘোষণা করছে। এক্সনহোস্টের ওয়েবসাইট থেকে খুব সহজেই কুপন কোড ব্যবহার করে ছাড়ের সুবিধা পাওয়া যাব।

কাস্টমাররা বিকাশ, ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে সহজেই এক্সনহোস্ট থেকে ডোমেইন, ওয়েবহোস্টিং, ভিপিএস এবং ডেডিকেটেড সার্ভার কিনতে পারবেন।

এক্সনহোস্ট হচ্ছে পার্পল আইটি লিমিটেডের সহযোগি প্রতিষ্ঠান। পার্পল আইটি লিমিটেড আইসিএনএন (ICANN) স্বীকৃত বাংলাদেশের একমাত্র ডোমেইন রেজিস্ট্রার (Domain Registrar) কোম্পানি যারা দেশে এবং বিদেশে ডোমেইন রেজেস্ট্রেশেন সেবা দিয়ে থাক। বর্তমানে বিশ্বের প্রায় ৭০টি দেশে ডোমেইন ওয়েবহোস্টিং সেবা প্রদান করছে এক্সনহোস্ট ।এরই মধ্যে সিপ্যানেল , লাইটস্পিড সহ বিশ্বের বিভিন্ন কোম্পানির সাথে পার্টনারশিপ গড়েছে  বাংলাদেশের এই প্রতিষ্ঠানটি।

ব্যক্তিগত ওয়েবসাইট থেকে শুরু করে কর্পোরেট ওয়েবসাইটের জন্য ডোমেইন, ওয়েবহোস্টিং, ভার্চুয়াল সার্ভার, ডেডিকেটেড সার্ভার ও ক্লাস্টার সার্ভার সল্যুশন দিচ্ছে এক্সনহোস্ট।
 

সংবাদটি পঠিত হয়েছে: ৯২ বার

এ সম্পর্কিত আরও খবর