বৃহস্পতিবার

ঢাকা, ১০ অক্টোবর ২০২৪

সর্বশেষ


টেলিকম

বিটিআরসি’র ২ কমিশনারসহ বাতিল হলো যেসব প্রকল্প পরিচালকের চুক্তি

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১১:১৯

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত চিঠি অনুযায়ী, নিয়োগ বাতিল হওয়া বিটিআরসি’র দুই কমিশনার হলেন-প্রকৌলী বিভাগের শেখ রিয়াজ আহমেদ ও প্রশাসন ব্যবস্থাপনা বিভাগের মো. দেলোয়ার হোসাইন।

অবশেষে বাতিল করা হলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দু’জন কমিশনার, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক, শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট) প্রকল্প পরিচালক এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে ২৪ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের ফলে মেয়াদ ফুরোনোর আগেই চাকরিচ্যুত হলেন তারা।

উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত চিঠি অনুযায়ী, নিয়োগ বাতিল হওয়া বিটিআরসি’র দুই কমিশনার হলেন-প্রকৌলী বিভাগের শেখ রিয়াজ আহমেদ ও প্রশাসন ব্যবস্থাপনা বিভাগের মো. দেলোয়ার হোসাইন।

২০২২ সালের ১৭ অক্টোবর অবসরে যাওয়া অতিরিক্ত সচিব শেখ রিয়াজ আহমেদকে বিটিআরসির কমিশনার (প্রকৌশল) পদে নিয়োগ দিয়েছিলো আওয়ামী লীগ সরকার।

কমিশনার মো. দেলোয়ার হোসাইনের বিরুদ্ধে রয়েছে বিটিআরসি ভবন তৈরিতে বিপুল অঙ্কের অর্থ তছরুপের অভিযোগ। এছাড়াও বিদায়ের নোটিশ প্রাপ্ত কমিশনার দেলোয়ারের অবৈধ নিয়োগের বিষয়ে মন্ত্রণালয় থেকে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী ২১ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে মাদারীপুরের শিবচরে নির্মিয়মান আইসিটি বিভাগের বহুল আলোচিত শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট) প্রকল্পের অবকাঠামো নির্মানে প্রকল্প পরিচালক হিসেবে সৈয়দ জহুরুল ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সাবেক প্রতিমন্ত্রী পলকের প্রশাসন।

এছাড়াও চুক্তিভিত্তিক নিয়োগ থেকে কর্মচ্যুত হওয়া হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে জিএসএম জাফরুল্লাহ চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন ২০২৩ সালের ৩১ ডিসেম্বর। আর চলতি বছরের এপ্রিলে দ্বিতীয় মেয়াদে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক হয়েছিলেন মোহাম্মদ মুনির চৌধুরী।

সংবাদটি পঠিত হয়েছে: ১০৫ বার

এ সম্পর্কিত আরও খবর