রবিবার

ঢাকা, ২০ এপ্রিল ২০২৫

সর্বশেষ


টেলিকম

বিটিআরসির ২ কমিশনারের নিয়োগ বাতিল

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, দুপুর ১১:১২

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

বিটিআরসির কমিশনার (আইনজীবী ও বিচারক ক্যাটাগরি) ও ভাইস চেয়ারম্যান মো. আমিনুল হক (বাবু) এবং কমিশনার (ব্যবসা-বাণিজ্য বা অর্থ বা ব্যবস্থাপনা বা প্রশাসন ক্যাটাগরি) ড. মুশফিক মান্নান চৌধুরীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দুজন কমিশনারের নিয়োগ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তাদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিটিআরসির কমিশনার (আইনজীবী ও বিচারক ক্যাটাগরি) ও ভাইস চেয়ারম্যান মো. আমিনুল হক (বাবু) এবং কমিশনার (ব্যবসা-বাণিজ্য বা অর্থ বা ব্যবস্থাপনা বা প্রশাসন ক্যাটাগরি) ড. মুশফিক মান্নান চৌধুরীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি বিটিআরসির কমিশনার পদে নিয়োগ পান মো. আমিনুল হক (বাবু)। অপরদিকে ২০২২ সালের ৪ ডিসেম্বর বিটিআরসির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মুশফিক মান্নান চৌধুরীকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিলো তৎকালীন সরকার।
 

সংবাদটি পঠিত হয়েছে: ১৪৬ বার

এ সম্পর্কিত আরও খবর