মঙ্গলবার

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪

সর্বশেষ


লাইফস্টাইল

ওরাইমো স্পেসবাডস

বিশ্বে প্রথম ভয়েস প্রম্পট কাস্টমাইজেবল ইয়ারবাডস

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১১:৩৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

স্মার্ট ও উদ্ভাবনী প্রযুক্তি এবং স্টাইলিশ ডিজাইনের জন্য সুপরিচিত ওরাইমো সম্প্রতি তাদের লাইনআপে যুক্ত করেছে নতুন পণ্য-স্পেসবাডস। দুর্দান্ত সাউন্ড সিস্টেম ও টেকসই ডিজাইনে তৈরি এই ইয়ারবাডস আপনার অনুভূতি ও অভিজ্ঞতায় যুক্ত করবে নতুন মাত্রা।
 

কেমন হয়, যদি আপনার এমন এক জোড়া ইয়ারবাডস থাকে, যা কানে গুঁজে দেওয়া মাত্রই আপনি হারিয়ে যাবেন ভিন্ন এক জগতে-শহরের ভিড়, ব্যস্ততা ও কোলাহল থেকে অনেক দূরে, অদ্ভুত প্রশান্তিতে! প্রায়ই আমাদের সবারই ইচ্ছা হয় এমন নির্মল মুহূর্ত উপভোগের। কিন্তু সঠিক প্রযুক্তিগত সুবিধা বা অ্যাকসেসরিজের অভাবে তা বেশির ভাগ সময়েই সম্ভব হয় না।

আর এর সমাধানে প্রযুক্তিপ্রেমী যেসব মানুষ ক্যাকোফোনির মধ্যে থেকেও প্রশান্তির এমন মুহূর্ত খুঁজছেন, তাঁদের জন্য উপযুক্ত অ্যাকসেসরিজ হচ্ছে ‘ওরাইমো স্পেসবাডস’।

স্মার্ট ও উদ্ভাবনী প্রযুক্তি এবং স্টাইলিশ ডিজাইনের জন্য সুপরিচিত ওরাইমো সম্প্রতি তাদের লাইনআপে যুক্ত করেছে নতুন পণ্য-স্পেসবাডস। দুর্দান্ত সাউন্ড সিস্টেম ও টেকসই ডিজাইনে তৈরি এই ইয়ারবাডস আপনার অনুভূতি ও অভিজ্ঞতায় যুক্ত করবে নতুন মাত্রা।

যাঁরা গান শুনতে ভালোবাসেন, ইয়ারবাডস তাঁদের কাছে শুধু একটি গ্যাজেটই নয়, বরং তার চেয়েও বেশি কিছু। আর এ বিষয়টি বিবেচনায় রেখেই চন্দ্রগ্রহণের (লুনার একলিপস) নকশায় স্পেসবাডস তৈরি করেছে ওরাইমো। থ্রিডি ফ্লোয়িং টেক্সচার আর মেটালিক সৌন্দর্যে অনবদ্য এ ডিজাইনটি আলো-ছায়ার চমৎকার সন্নিবেশে ‘ফ্লো ইলুশন’-এর মাধ্যমে নিয়ে এসেছে নান্দনিকতার আবেশ।

স্পেসবাডসের চমকপ্রদ ডিজাইন একই সঙ্গে উজ্জ্বল ও এক বর্ণময় অনুভূতি তৈরি করবে। প্রযুক্তি ও নান্দনিকতার দারুণ সমন্বয়ে ইয়ারবাডসটির গ্র্যাভিটেশনাল ওয়েভ টেক্সচার তৈরি করা হয়েছে, যা ইয়ারবাডসের প্রচলিত ডিজাইনকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে।

ফ্যাশনেবল ও প্রযুক্তিসচেতন তরুণদের জন্য স্পেসবাডস হেডসেটটি লাইট ইফেক্টসহ ডিজাইন করা হয়েছে, যা তারুণ্যের প্রাণশক্তির সঙ্গে সম্পূর্ণভাবে মানানসই। এমনকি ইয়ারবাডসের লুনার একলিপস ডিজাইনটি ব্র্যান্ডের লোগোতে থাকা ‘ও’-এর সঙ্গেও দারুণ মানানসই এবং এ বিষয়টি ব্যবহারকারী ও ব্র্যান্ডের মধ্যেও এক নিবিড় বন্ধন তৈরি করে। এমন একটি স্টাইলিশ ইয়ারবাড আপনার কানে থাকলে, বলা যেতে পারে, নিমেষেই আপনি সবার নজর কেড়ে নেবেন!

ডিজাইনের নান্দনিকতার পাশাপাশি, প্রাইস রেঞ্জে সেরা সাউন্ড অভিজ্ঞতা নিশ্চিত করবে স্পেসবাডস। অসাধারণ বেইজ ও নয়েজ ক্যানসেলেশন ফিচার থাকার কারণে এ ইয়ারবাডস সংগীতপ্রেমীদের গান শোনার অভিজ্ঞতাকে করবে আরও ঋদ্ধ। সেরা সাউন্ড অভিজ্ঞতা নিশ্চিতের অভিজ্ঞতাসম্পন্ন পেশাদারদের দ্বারা টিউন করা হয়েছে স্পেসবাডস।

স্পেসবাডসের সাউন্ড ডিজাইন করেছেন হারমান কার্ডনে কাজ করেছেন এমন প্রকৌশলীরা। এ ইয়ারবাডসে রয়েছে ৫০ডিবি হাইব্রিড নয়েজ ক্যানসেলিং ফিচার এবং টিপিইউ+পিইইকে কম্পোজিট ডায়াফ্রাম, যা মুহূর্তেই চারপাশের সব কোলাহল ও নয়েজ থেকে আপনাকে তাৎক্ষণিক মুক্তি দিয়ে গান শোনার অভিজ্ঞতাকে অনন্য করে তুলবে, আপনি নিমগ্ন থাকবেন আপনার পছন্দের গানে, সুরে।

এমনকি পছন্দের গান উপভোগের সময় আপনাকে ভাবতে হবে না ইয়ারবাডসের ব্যাটারি লাইফ নিয়ে। কেননা স্পেসবাডসে রয়েছে এ সেগমেন্টে সর্বোচ্চ লিসেনিং টাইম-৪০ ঘণ্টা, যেখানে অন্যান্য ইয়ারবাডসে ‘লিসেনিং টাইম’ থাকে সর্বোচ্চ ৩০ থেকে ৩২ ঘণ্টা। তাই বলা যায়, স্পেসবাডস ব্যাটারি লাইফ ও ব্লুটুথ ভার্সনের (৫.৪) ক্ষেত্রে ইয়ারবাডস সেগমেন্টে নতুন মাত্রা যুক্ত করেছে। অ্যানিফাস্ট (ওরাইমো প্রযুক্তি) সুবিধা ব্যবহারের ফলে ব্যবহারকারীরা মাত্র ১০ মিনিট চার্জ দিয়ে ২ ঘণ্টা প্লেব্যাক টাইম পাবেন।

এত সব সুবিধা ছাড়াও ব্যবহারকারীরা তাঁদের পছন্দ অনুযায়ী স্পেসবাডসে নিজেদের মতো কাস্টমাইজ করে বিভিন্ন ফিচার উপভোগ করতে পারেন। মজার ব্যাপার হলো, ব্যবহারকারীরা চাইলে নিজেদের ভয়েস প্রম্পট কাস্টমাইজ করতে পারেন এবং নিজের কিংবা প্রিয়জনদের ভয়েস ব্যবহার করে অডিও অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, ইয়ারবাডসে এমন ‘পারসোনাল টাচ’ যুক্ত করার সুবিধা একদমই সহজ ছিল না। মুড কিংবা পোশাকের সঙ্গে ম্যাচ করতে স্পেসবাডস ব্যবহারকারীরা বিভিন্ন রং থেকে তাঁদের পছন্দের রং বেছে নিতে পারবেন, যার প্রভাব গিয়ে পড়বে ইয়ারবাডসের লাইটিং এফেক্টসে। যার মাধ্যমে গান শোনার অভিজ্ঞতা হবে সত্যিকার অর্থেই অবিস্মরণীয় ও অর্থবহ।

এ ছাড়া প্রযুক্তিপ্রেমীরা স্মার্ট চ্যাট মোডের মাধ্যমে গান শুনতে পারবেন। ওরাইমো সাউন্ড অ্যাপে এই ফাংশনটি সক্রিয় করার মাধ্যমে ব্যবহারকারী কথা বলার সময় উন্নত অভিজ্ঞতা (কনভারসেশন বুস্ট) পাবেন। ব্যবহারকারীর ভয়েস শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ইয়ারবাডস স্বয়ংক্রিয়ভাবে মিউজিক সাময়িকভাবে বন্ধ (পজ) করে দেবে এবং ট্রান্সপারেন্সি মোডে সুইচ করবে। তখন আপনি নিরবচ্ছিন্নভাবে আপনার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবেন। যদি ৮ সেকেন্ডের মধ্যে কোনো ভয়েস শনাক্ত না হয়, ইয়ারবাডস স্বয়ংক্রিয়ভাবে পূর্ববর্তী মোডে ফিরে যাবে এবং মিউজিক চালু হয়ে যাবে।

ইয়ারবাডসে হাত না দিয়েই ওয়াইড এরিয়া ট্যাপের মাধ্যমে অডিও নিয়ন্ত্রণ করতে পারবেন। স্পেসবাডসে রয়েছে প্রয়োজনীয় বিভিন্ন ফিচার; যেমন ফোর-মাইক এআই নয়েজ ক্যানসেলেশন, ডুয়াল ডিভাইস কানেকশন, ইমারসিভ গেম মোড, অডিও ও ভিডিও ইনস্ট্যান্ট সিঙ্ক, গুগল পপ-আপ নোটিফিকেশন, স্মার্ট পেয়ারিং, আইপি৫৪ ডাস্ট ও ওয়াটার প্রুফ এবং ওরাইমো সাউন্ড অ্যাপ। তাই সাশ্রয়ী দামে অত্যাধুনিক সব ফিচার সমৃদ্ধ ইয়ারবাডসে বাধাহীন অভিজ্ঞতা পেতে আজই কিনে ফেলুন ওরাইমোর স্পেসবাডস।

সংবাদটি পঠিত হয়েছে: ১০৯ বার