ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী সব দেশের প্রযুক্তি পণ্যসেবার গ্রাহকদের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। জানি না নতুন প্রশাসনে কী হবে, তবে যা-ই ঘটুক, আমরা আইন মেনে প্রযুক্তি উন্নত করে, সারা বিশ্বে গ্রাহকদের সেবা দিতে থাকব।
টেক জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং বলেছেন, অত্যাধুনিক কম্পিউটিং পণ্যের ওপর কঠোর নিয়ন্ত্রণ দিলেও বিশ্বব্যাপী প্রযুক্তিতে মার্কিন প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। শনিবার (২৩ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে জাতীয় নিরাপত্তার স্বার্থে চীনে মার্কিন প্রযুক্তিপণ্য বিক্রিতে বেশ কিছু নিষেধাজ্ঞা দেন। পরে একই নীতি অনুসরণ করেন প্রেসিডেন্ট জো বাইডেন।
হংকং সফরে গিয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের হুয়াং বলেন, ‘‘গণবিজ্ঞান ও বিজ্ঞান-গণিতের বৈশ্বিক সহযোগিতা অনেক দিন ধরে চলছে। এটি একটি রাষ্ট্রের সামাজিক ও বৈজ্ঞানিক উন্নতির মূল ভিত্তি।’’
তিনি বলেন, ‘‘বিশ্বব্যাপী সব দেশের প্রযুক্তি পণ্যসেবার গ্রাহকদের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। জানি না নতুন প্রশাসনে কী হবে, তবে যা-ই ঘটুক, আমরা আইন মেনে প্রযুক্তি উন্নত করে, সারা বিশ্বে গ্রাহকদের সেবা দিতে থাকব।’’
হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শনিবার গ্র্যাজুয়েট ও একাডেমিকদের উদ্দেশে ভাষণ দেন হুয়াং। তিনি বলেন, ‘‘যখন এআইয়ের যুগ শুরু হয়েছে, তখন আমি ইঞ্জিনিয়ারিংয়ে সম্মানসূচক ডকটরেট ডিগ্রি লাভ করি।’’
‘‘বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান ও টেক জায়ান্ট এনভিডিয়ার এআই অ্যাপ্লিকেশনসের জন্য চিপ তৈরি করে।’’
হুয়াং বলেছেন, ‘‘এআইয়ের যুগ শুরু হয়েছে। এটি একটি নতুন কম্পিউটিং যুগ, যা সব শিল্প ও বিজ্ঞানকে প্রভাবিত করবে।’’
তিনি বলেন, ‘‘এনভিডিয়া পরবর্তী প্রজন্মের এআই কম্পিউটিং সক্ষমতার জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) ব্ল্যাকওয়েল উদ্ভাবন করার ২৫ বছর পর নতুন কম্পিউটিং প্রযুক্তি উদ্ভাবন করেছে। এটি একটি নতুন শিল্পবিপ্লব শুরু করেছে।’’
‘‘এআই অবশ্যই বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে আলোচিত প্রযুক্তি এবং সম্ভবত ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি।’’, -বলেছেন হুয়াং।
৬১ বছর বয়সী হুয়াং গ্র্যাজুয়েটদের বলেন, আমি সব সময় চাইতাম আমার ক্যারিয়ার এই অত্যাধুনিক প্রযুক্তি জোয়ারের সময়ে শুরু হোক।’’
হুয়াং আরও বলেন, ‘‘বিশ্ব এখন নতুন করে শুরু হয়েছে। আপনি, আমি সবাই একই জগতে আছি। একটি শিল্প নতুনভাবে গড়ে উঠছে। এখন আপনার কাছে সেসব প্রযুক্তির সরঞ্জাম আছে, যা বিজ্ঞানকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিতে সাহায্য করবে। আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো, যা আগে একদম সম্ভব মনে হতো না, এখন সেগুলো মোকাবিলা করা সহজ মনে হচ্ছে।’’ সূত্র: রয়টার্স
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...