৩ ঘন্টা আগে
৭ ঘন্টা আগে
২০ ঘন্টা আগে
ছবি: টেকওয়ার্ল্ড
নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচনের ফল নিয়ে কোনো আপত্তি থাকলে তা ২৪ জুনের মধ্যে আপিল বোর্ডকে জানাতে হবে। দাখিলকৃত আপিলের উপর ২৫ থেকে ২৭ জুন শুনানি গ্রহণ শেষে ২৮ জুন চূড়ান্ত ফল ঘোষণা করবে নির্বাচন বোর্ড
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাত পরিচালকের মধ্যে পদ বন্টনের নির্বাচন হয় গতকাল রোববার।
নির্বাচনে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামকে সভাপতি, ল্যান্ড মার্ক কম্পিপিউটার্সের স্বত্বাধিকারী মো. ওয়াহিদুল হাসানদিপুকে সহসভাপতি এবং কম্পিউটার সিটি টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম মনিকে মহাসচিব ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী পরিষদের বাকি পদগুলোর মধ্যে পিসি গার্ডেনের স্বত্বাধিকারী মো. আহসানুল ইসলাম নওশাদকে যুগ্ম মহাসচিব এবং এইচ এম কম্পিউটার্সের স্বত্বাধিকারী আবুল হাসানকে কোষাধ্যক্ষ ঘোষণা করা হয়। পরিচালক হিসেবে নির্বাচিত দুজন হলেন জ্যাজি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. ইকবাল হোসেইন এবং ওয়েলকিন কম্পিটার্সের স্বত্বাধিকারী মো. নজরুল ইসলাম হাজারী।
কার্যনির্বাহী পরিষদের সাত পদে নির্বাচিতদের নাম ঘোষণা করে গতকাল বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিএসের নির্বাচন বোর্ড। বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শরীফ রায়হান কবির এবং দুই সদস্য একই মন্ত্রণালয়ের উপসচিব সন্দীপ কুমার সরকার ও সহকারি বাণিজ্য পরামর্শক মো. সিরাজুল ইসলাম বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচনের ফল নিয়ে কোনো আপত্তি থাকলে তা ২৪ জুনের মধ্যে আপিল বোর্ডকে জানাতে হবে। দাখিলকৃত আপিলের উপর ২৫ থেকে ২৭ জুন শুনানি গ্রহণ শেষে ২৮ জুন চূড়ান্ত ফল ঘোষণা করবে নির্বাচন বোর্ড।
ক্যানন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ক্যামেরা, ইমেজিং ও প্রিন্টিং পণ্যের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বিশ্বজুড়ে। জাপানে...