৫৬ মিনিট আগে
ছবি: সংগৃহীত
গ্রাহকরা এখন ‘বিকাশ পে লেটার’ সেবা ব্যবহার করে সহজ কিস্তিতে নিজেদের পছন্দের নকিয়া স্মার্টফোন কিনতে পারবেন। এক্ষেত্রে অর্থায়ন করবে সিটি ব্যাংক পিএলসি আর ডিভাইসের প্রাপ্যতা নিশ্চিত করবে বাংলাদেশে নকিয়া ও এইচএমডি মোবাইলের ন্যাশনাল ম্যানুফ্যাকচারার ও ডিস্ট্রিবিউটর সেলেক্সট্রা লিমিটেড।
‘বিকাশ পে লেটার’ সেবা ব্যবহার করে গ্রাহকদের জন্য স্মার্টফোন কেনার সুবিধা চালু করতে সিটি ব্যাংক পিএলসি ও সেলেক্সট্রা লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে দেশের বৃহত্তম এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।
শনিবার এই চুক্তি নিয়ে বিকাশ এর পক্ষ থেকে জানানো হয়, এইচএমডি গ্লোবাল-এর কান্ট্রি ম্যানেজার কাজি আল আমিনের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সমঝোতা চুক্তির ফলে গ্রাহকরা এখন ‘বিকাশ পে লেটার’ সেবা ব্যবহার করে সহজ কিস্তিতে নিজেদের পছন্দের নকিয়া স্মার্টফোন কিনতে পারবেন। এক্ষেত্রে অর্থায়ন করবে সিটি ব্যাংক পিএলসি আর ডিভাইসের প্রাপ্যতা নিশ্চিত করবে বাংলাদেশে নকিয়া ও এইচএমডি মোবাইলের ন্যাশনাল ম্যানুফ্যাকচারার ও ডিস্ট্রিবিউটর সেলেক্সট্রা লিমিটেড।
চুক্তি নিয়ে বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, “বিকাশ আর্থিক সেবাকে আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিকাশ পে লেটার সেবার মাধ্যমে গ্রাহকরা এখন মানসম্পন্ন স্মার্টফোন ব্যবহারে সুযোগ পাবেন, যা ডিজিটাল ইকোসিস্টেমের সাথে তাদের সংযোগ আরও দৃঢ় করবে। সিটি ব্যাংক পিএলসি এবং সেলেক্সট্রা লিমিটেড এর সাথে পার্টনারশিপের মাধ্যমে আমরা ডিজিটাল বিভাজন দূর করার এবং লক্ষ লক্ষ বাংলাদেশীদের ক্ষমতায়নের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম।”
সিটি ব্যাংক এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অফ রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার বলেন, “এই উদ্যোগটিতে অর্থায়ন করতে পেরে আমরা আনন্দিত। বিকাশ পে লেটার-এর মাধ্যমে স্মার্টফোনকে গ্রাহকদের কাছে আরও সহজলভ্য করা হলো। এই উদ্যোগটি আমাদের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণ এবং গ্রাহকদের আরও ফ্লেক্সিবেল পেমেন্ট সল্যুশনস দেয়ার ভিসন-এর সাথে সামঞ্জস্যপূর্ণ।”
সেলেক্সট্রা লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর রিয়াজুল ইসলাম বলেন, “বাংলাদেশে নকিয়া ও এইচএমডি মোবাইলের ন্যাশনাল ম্যানুফ্যাকচারার ও ডিস্ট্রিবিউটর হিসেবে আমরা বিশ্বাস করি এই পার্টনারশিপ দেশজুড়ে উচ্চমানের স্মার্টফোনের সহজলভ্যতা বাড়াবে। বিকাশ পে লেটার-এর গুণে এবং সিটি ব্যাংকের অর্থায়নের মাধ্যমে গ্রাহকরা এখন আরও সংযুক্ত এবং কার্যকর থাকার জন্য প্রয়োজনীয় ডিভাইসের মালিক হতে পারেন।”
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...