সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


খবর

বিজ্ঞানে বাংলা একাডেমি ২০২৫ পুরস্কারে পাচ্ছেন কীটবিজ্ঞানী রেজাউর রহমান

প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২৫, দুপুর ১১:০০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত এই বিজ্ঞানীর জন্ম ১৯৪৪ সালে ঢাকায়। লেখালেখির শুরু স্কুলজীবন থেকে। প্রথম লেখা ছাপা হয় ১৯৬২-তে।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ তালিকায় বিজ্ঞানে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন আণবিক বিজ্ঞানী রেজাউর রহমান। বুধবার রাতে এই নামের তালিকা চূড়ান্ত করা হয়।

একুশে পদকপ্রাপ্ত এই বিজ্ঞানীর জন্ম ১৯৪৪ সালে ঢাকায়। লেখালেখির শুরু স্কুলজীবন থেকে। প্রথম লেখা ছাপা হয় ১৯৬২-তে।

শিক্ষা জীবনে নবাবপুর সরকারি উচ্চবিদ্যালয়ে প্রাথমিক পাঠ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেছেন ১৯৬৫ সালে। বৃত্তি পেয়ে চেক বিজ্ঞান একাডেমি, গ্রাগ থেকে ১৯৭৯ সালে কীটতত্ত্বে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার গবেষণার বিষয় ছিল ‘রেডিয়েশন এফেক্টস অন ইনসেক্টস’। সরকারি ডিগ্রি কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে পেশাগত জীবনের শুরু। ছিলেন রাজশাহী সরকারি কলেজে প্রাণিবিদ্যার শিক্ষক।

বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনে বিজ্ঞান-গবেষক হিসেবে ১৯৬৬-২০০২ পর্যন্ত নিয়োজিত ছিলেন। কর্মরত অবস্থায় অন্বেষা নামে একটা বিজ্ঞান পত্রিকা শুরু করেছিলেন ঢাকা সেন্টার থেকে। এরপর সাভারে গড়ে তোলেন ফুড অ্যান্ড রেডিয়েশন বায়োলজি ইনস্টিটিউট।

সেখানেই শুরু হয়  একাডেমিক পারসুয়েশন অব ফ্রুট ফ্লাই (বৈজ্ঞানিক নাম Ceratitis capitata); অর্থাৎ ফলের এই মাছি নিয়ে মৌলিক গবেষণা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন (১৯৯১-২০০৫)। বর্তমানে নিয়মিত সাহিত্যচর্চায় নিবেদিত। পাশাপাশি তিনি লিখেছেন স্নাতকোত্তর মানের পাঠ্যপুস্তকসহ ১৫টি জনপ্রিয় বিজ্ঞানগ্রন্থ। লিখেছেন শতাধিক বিজ্ঞান বিষয়ক প্রবন্ধও।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে ৩৫ বছর গবেষণার পুঁজি নিয়ে জীবনের ৮১ তম ইনিংসে রয়েছেন তিনি। তার স্ত্রীর নাম হালিমা খাতুন। সংসার জীবনের সম্পাদ দুই মেয়ে- নীলাঞ্জনা ও মঞ্জুলিকা। 

সংবাদটি পঠিত হয়েছে: ৩৯৫ বার

এ সম্পর্কিত আরও খবর