বৃহস্পতিবার

ঢাকা, ১০ অক্টোবর ২০২৪

সর্বশেষ


সফটওয়্যার

বিডিঅ্যাপ কানেক্ট: এনগেজ অ্যান্ড ইনোভেট

প্রকাশ: ২ অক্টোবর ২০২৪, দুপুর ২:৫০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

বিডিঅ্যাপ বাংলাদেশের একটি অ্যাপ স্টোর ও এপিআই হাব, যেটা কনটেন্ট প্রোভাইডার ও অ্যাপ্লিকেশন ডেভেলপারদেরকে তাদের বিভিন্ন উদ্ভাবন থেকে উপার্জন করতে সহায়তা করছে। 

রবি’র আয়োজনে বিডিঅ্যাপ-এর সেরা ডেভেলপারদের নিয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘বিডিঅ্যাপ কানেক্ট: এনগেজ অ্যান্ড ইনোভেট ২০২৪’।

ডেভেলপারদের দিনব্যাপী এই মিলনমেলায় বিভিন্ন বিষয়ে আলোচনা ও উদ্ভাবনী কার্যক্রমের পাশাপাশি ছিলো নিজেদের মধ্যে নেটওয়ার্কিংয়ের সুযোগ। প্ল্যাটফর্মটি ডেভেলপারদের একত্রিত করার একটি মঞ্চ হিসেবে কাজ করছে।

আয়োজনে ছিলো অ্যাপ আইডিয়া জেনারেশন প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারী দলগুলো উদ্ভাবনী সব অ্যাপ্লিকেশনের আইডিয়া উপস্থাপন করে। প্রতিযোগিতার সেরা আইডিয়া নির্বাচিত হয় ‘টিম পাওয়ার রেঞ্জার্স’ এর রেলওয়ে খাত সম্পর্কিত অ্যাপ্লিকেশনের আইডিয়া এবং সেরা পারফর্মারের খেতাব জিতে নেন সুমিত সিকদার।

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে রবি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ‘বিডিঅ্যাপ কানেক্ট: এনগেজ অ্যান্ড ইনোভেট ২০২৪’ আয়োজনে অংশ নেয় বিডিঅ্যাপস-এর সেরা ৫০ জন ডেভেলপার। এ সময় উপস্থিত ছিলেন রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, জেনারেল ম্যানেজার (ডিজিটাল ভ্যাস ও নিউ বিজনেস) শফিক শামসুর রাজ্জাক, কনটেন্ট ক্রিয়েটর ও ডিজিটাল ড্রপআউটস-এর প্রতিষ্ঠাতা রাফায়াত রাকিব।

বিডিঅ্যাপ বাংলাদেশের একটি অ্যাপ স্টোর ও এপিআই হাব, যেটা কনটেন্ট প্রোভাইডার ও অ্যাপ্লিকেশন ডেভেলপারদেরকে তাদের বিভিন্ন উদ্ভাবন থেকে উপার্জন করতে সহায়তা করছে। বর্তমানে প্ল্যাটফর্মটিতে ৫০ হাজারেরও বেশি ডেভেলপার এবং এক লাখেরও বেশি অ্যাপ্লিকেশন (অ্যাপ) রয়েছে।

সংবাদটি পঠিত হয়েছে: ৩১ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

শাকিব খান অভিনীত তুফান এখন মাইজিপিতে

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪