৩ ঘন্টা আগে
৭ ঘন্টা আগে
১৯ ঘন্টা আগে
ছবি: প্রতীকী ছবি। পিক্সাবে
যাত্রীর বয়স ১২ বছর বা তার বেশি হলে তিনি সর্বোচ্চ ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। আর ১২ বছরের কমবয়সী যাত্রী বিনা শুল্কে সর্বোচ্চ ৪০ কেজি ব্যাগেজ খালাস করতে পারবে।
বিদেশ থেকে আসার সময় বিনা শুল্কে ১৯ ধরনের পণ্য আনা যায়। শুল্ক-কর পরিশোধ করে আনা যায় আরও ১১ ধরনের পণ্য। কোনো ঋণপত্র না খুলেই এই পণ্য আনা যায় ব্যাগেজ রুলের আওতায়। এবারের বাজেটে ব্যাগেজ রুলে কিছু পরিবর্তন এনেছে সরকার, যা গত ৩ জুন প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়।
ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে ফেরার সময় দুটি ব্যবহৃত ও একটি নতুন মুঠোফোন আনা যাবে। ২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আনলেও শুল্ক দিতে হবে না। তবে ৩০ ইঞ্চি থেকে শুরু করে তার চেয়ে বড় টেলিভিশনের বেলায় পর্দার আকারভেদে ১০ হাজার থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত শুল্ক দিতে হবে।
কম্পিউটারের ক্ষেত্রে বিনা শুল্কে একটি ইউপিএসসহ ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার আনতে পারবেন যাত্রী। কম্পিউটার স্ক্যানার বা প্রিন্টারও বিনা শুল্কে আনা যাবে।
বিনা শুল্কে ক্যামেরাও আনা যাবে। তবে ভিডিও ক্যামেরার বেলায় এইচডি ক্যাম, ডিভি ক্যাম, বেটা ক্যাম, ডিএসএলআর, মিররলেস, পরিবর্তনযোগ্য লেন্স এবং পেশাদার কাজে ব্যবহারযোগ্য ক্যামেরা হওয়া চলবে না। আর স্টিল বা ডিজিটাল ক্যামেরার বেলায় ডিএসএলআর, মিররলেস, পরিবর্তনযোগ্য লেন্স এবং পেশাদার কাজে ব্যবহারযোগ্য ক্যামেরার বেলায় শুল্কমুক্তির সুবিধা মিলবে না। এই ক্যামেরাগুলোর বেলায় ১৫ হাজার টাকা শুল্ক দিয়ে খালাস করতে হবে।
বিনা শুল্কে সিডি ও স্পিকারসহ মিউজিক সিস্টেম আনা যাবে। এর বাইরে হোম অ্যাপ্লায়েন্স এবং গৃহস্থালির কিছু পণ্যেও শুল্কমুক্তির সুবিধা পাওয়া যাবে।
যাত্রীর বয়স ১২ বছর বা তার বেশি হলে তিনি সর্বোচ্চ ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। আর ১২ বছরের কমবয়সী যাত্রী বিনা শুল্কে সর্বোচ্চ ৪০ কেজি ব্যাগেজ খালাস করতে পারবে।
ক্যানন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ক্যামেরা, ইমেজিং ও প্রিন্টিং পণ্যের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বিশ্বজুড়ে। জাপানে...