মঙ্গলবার

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ


খবর

বেসিস সদস্যদের জামানতবিহীন ঋণ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, দুপুর ২:৩৯

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সঙ্গে এই অংশীদারিত্ব বেসিস সদস্যদের জন্য নতুন আর্থিক সুযোগের দ্বার উন্মুক্ত করেছে, যা তাদের উদ্ভাবন ও প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্যদের বিশেষ জামানতবিহীন ঋণ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। এ লক্ষ্যে রবিবার (১৭ নভেম্বর), এমটিবি-এর প্রধান কার্যালয় গুলশানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

সোমবার বেসিস সচিবালয় থেকে জানানো হয়েছে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি এম রাশিদুল হাসান, সহ-সভাপতি (অর্থ) এম আসিফ রহমান, পরিচালক বিপ্লব ঘোষ রাহুল, বেসিস মেম্বার সার্ভিসেস এন্ড ওয়েলফেয়ার বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া এবং বেসিস সচিবালয়ের নির্বাহী কর্মকর্তা এস এম জাকারিয়া ইসলাম।

অন্যদিকে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. খালিদ মাহমুদ খান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অফ সিআরএম উসমান রাশেদ মুয়িন।

অনুষ্ঠানে বেসিসের সভাপতি এম রাশিদুল হাসান বলেন, “মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সঙ্গে এই অংশীদারিত্ব বেসিস সদস্যদের জন্য নতুন আর্থিক সুযোগের দ্বার উন্মুক্ত করেছে, যা তাদের উদ্ভাবন ও প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।”

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “বেসিসের সঙ্গে এই অংশীদারিত্বে আমরা অত্যন্ত আনন্দিত। এটি তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণের মাধ্যমে মূলধন পাওয়ার সুযোগ সৃষ্টি করবে।”

বেসিসের সহ-সভাপতি (অর্থ) এম আসিফ রহমান বলেন, “এই সমঝোতা স্মারক বেসিস সদস্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা তাদের জন্য কাস্টমাইজড আর্থিক সুবিধা প্রদান করবে এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করবে।”

সংবাদটি পঠিত হয়েছে: ৫১ বার

এ সম্পর্কিত আরও খবর