বৃহস্পতিবার

ঢাকা, ২৭ মার্চ ২০২৫

সর্বশেষ


বিশেষ প্রতিবেদন

২০২৪ সাল

বছরজুড়ে মাছির মস্তিষ্কের পূর্ণ মানচিত্র উন্মোচনসহ যেসব সাফল্যের সাক্ষী হলো বিশ্ব

প্রকাশ: ১ জানুয়ারী ২০২৫, দুপুর ১২:৩২

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

চিকিৎসা জগতে ২০২৪ সালের সবচেয়ে চমকপ্রদ সাফল্য ছিল লেনকাপাভির নামক ইনজেকশনযোগ্য এইচআইভি প্রতিরোধী ওষুধ। সায়েন্স ম্যাগাজিন এটিকে বছরের ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করে। এই উদ্ভাবনী চিকিৎসাপদ্ধতি নতুন এইচআইভি সংক্রমণ রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রতিবছর এইচআইভি সংক্রমণে বিশ্বে ছয় লাখের বেশি মানুষের মৃত্যু হয়, সেখানে লেনকাপাভির চিকিৎসা পদ্ধতি বিশ্বব্যাপী নতুন আশার আলো দেখাচ্ছে।

২০২৪ সালে বিজ্ঞানের দুনিয়ায় একের পর এক সাফল্যের সাক্ষী হয়েছে বিশ্ব। এআই প্রযুক্তি দিয়ে আবহাওয়ার পূর্বাভাসে নতুন দিগন্ত উন্মোচন, বৃহস্পতির চাঁদে অভিযান, মাছির মস্তিষ্কের পূর্ণাঙ্গ মানচিত্র উন্মোচন, এবং এইচআইভির প্রতিষেধক উদ্ভাবন ছিল বছরের উল্লেখযোগ্য ঘটনা। এখানে বিজ্ঞান-দুনিয়ার এমন কিছু গুরুত্বপূর্ণ ও বিস্ময়কর ঘটনা সংক্ষেপে তুলে ধরা হলো।

# এইচআইভি রোগের প্রতিষেধক উদ্ভাবন
চিকিৎসা জগতে ২০২৪ সালের সবচেয়ে চমকপ্রদ সাফল্য ছিল লেনকাপাভির নামক ইনজেকশনযোগ্য এইচআইভি প্রতিরোধী ওষুধ। সায়েন্স ম্যাগাজিন এটিকে বছরের ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করে। এই উদ্ভাবনী চিকিৎসাপদ্ধতি নতুন এইচআইভি সংক্রমণ রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রতিবছর এইচআইভি সংক্রমণে বিশ্বে ছয় লাখের বেশি মানুষের মৃত্যু হয়, সেখানে লেনকাপাভির চিকিৎসা পদ্ধতি বিশ্বব্যাপী নতুন আশার আলো দেখাচ্ছে।

# গবাদিপশুতে বার্ড ফ্লু শনাক্ত
২০২৪ সালে বিজ্ঞানীরা গরুর শরীরে প্রথমবারের মতো বার্ড ফ্লু শনাক্ত করেছেন। একই সঙ্গে দুগ্ধশিল্পে জড়িত কৃষক ও শ্রমিকদের মধ্যেও এই ভাইরাসের সংক্রমণ দেখা গেছে। ১৯৯৬ সালে শনাক্ত হওয়া এইচ৫এন১ স্ট্রেন, যা মূলত মুরগি ও বন্য পাখির মধ্যে সীমাবদ্ধ ছিল, এবার গবাদিপশু এবং মানুষের মধ্যে সংক্রমণের আশঙ্কা সৃষ্টি করেছে।

# মাছির মস্তিষ্কের পূর্ণ মানচিত্র উন্মোচন
২০২৪ সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো প্রাপ্তবয়স্ক মাছির মস্তিষ্কের পূর্ণ নিউরন মানচিত্র উন্মোচন করেছেন। এতে ১ লাখ ৩৯ হাজার ২২৫টি নিউরনের তথ্য এবং ৫ কোটি সিন্যাপ্সের জটিল সংযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। গত অক্টোবর মাসে ৯টি গবেষণাপত্রের মাধ্যমে এই ঐতিহাসিক মানচিত্রটি প্রকাশিত হয়। মাছির মস্তিষ্কের প্রায় সাড়ে ৮ হাজার স্বতন্ত্র নিউরন অত্যন্ত জটিলভাবে কাজ করে, যা এটিকে এখন পর্যন্ত সবচেয়ে জটিল মস্তিষ্কের মানচিত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

# স্টেম সেল ব্যবহারে সাফল্য
বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণের লড়াইয়ে স্টেম সেল প্রযুক্তি এ বছর বড় অগ্রগতি অর্জন করেছে। বিজ্ঞানীরা পান্ডার ত্বকের কোষ থেকে স্টেম সেল সফলভাবে সংগ্রহ করেছেন, যা এই প্রজাতিকে রক্ষা করার নতুন সম্ভাবনা তৈরি করেছে। একই প্রযুক্তি ব্যবহার করে গন্ডার, জেব্রা এবং তাসমানিয়ান ডেভিলের মতো বিপন্ন প্রাণীগুলো সংরক্ষণের সম্ভাবনাও উন্মোচিত হয়েছে।

# উদ্ভিদ থেকে তৈরি জ্বালানি
অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের একটি যুগান্তকারী আবিষ্কার এ বছর আলোচনায় এসেছে। তাঁরা উদ্ভিদ থেকে তেল উৎপাদনের অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা পরিবেশবান্ধব বিমান জ্বালানি তৈরির পাশাপাশি টেকসই জৈব জ্বালানির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

# বৃহস্পতি গ্রহের চাঁদে উচ্চাভিলাষী মহাকাশ অভিযান
বিজ্ঞানীরা বৃহস্পতি গ্রহের চাঁদ ইউরোপার গভীর মহাসাগরে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে গবেষণা চালাচ্ছেন। এই লক্ষ্যে নাসা গত ১৪ অক্টোবর ইউরোপা ক্লিপার নামের অত্যাধুনিক মহাকাশযান উৎক্ষেপণ করেছে। ক্লিপারে স্পেকট্রোমিটার, তাপীয় ক্যামেরা, এবং মাধ্যাকর্ষণ পরিমাপের যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে। এটি বর্তমানে ইউরোপার দিকে এগিয়ে যাচ্ছে, জৈব যৌগ অনুসন্ধানই যার মূল লক্ষ্য। সূত্র: স্মিথসোনিয়ান ম্যাগাজিন ও এনডিটিভি

সংবাদটি পঠিত হয়েছে: ১৪৫ বার

এ সম্পর্কিত আরও খবর