বৃহস্পতিবার

ঢাকা, ২৭ মার্চ ২০২৫

সর্বশেষ


লাইফস্টাইল

বায়োজিনের প্রিমিয়াম বায়োহাইড্রা প্রযুক্তি চালু

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৮:২৯

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

বায়োজিনের প্রতিটি সেবায় বৈশ্বিক প্রেক্ষাপটে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি ব্যবহার করা হয়। আর আমাদের পণ্যগুলোও গুণগতমান যাচাইয়ের পর আমরা গ্রাহককে সাজেস্ট করি।

বাংলাদেশে প্রথমবার প্রিমিয়াম বায়োহাইড্রা ফেসিয়াল প্রযুক্তি নিয়ে আসলো বায়োজিন কসমেসিউটিক্যালস। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে বায়োজিনের অফিসে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উপস্থিতিতে নতুন প্রযুক্তির পরিচয় করিয়ে দেন বায়োজিনের সিইও মোহাম্মদ জাহিদুল হক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুচি ফ্যামিলির তাপসী দাশ, ইশায়া তাহসিন, অবন্তী, ফুডাপ্পি, মেইক ইটআপ বাই ফারজানা, লাইফস্টাইল অব রিম্পির সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা।

মোহাম্মদ জাহিদুল হক বলেন, বায়োজিনের প্রতিটি সেবায় বৈশ্বিক প্রেক্ষাপটে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি ব্যবহার করা হয়। আর আমাদের পণ্যগুলোও গুণগতমান যাচাইয়ের পর আমরা গ্রাহককে সাজেস্ট করি।

অত্যাধুনিক বায়োহাইড্রা প্রযুক্তিতে রয়েছে চারটি স্পেশালাইজড হ্যান্ডপিসেস। যার ফলে গ্রাহকের চাহিদা অনুযায়ী ত্বকের পরিচ্ছন্নতা ও সজীবতা ধরে রাখা সম্ভব বলে জানানো হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

সংবাদটি পঠিত হয়েছে: ৪৫৫ বার

এ সম্পর্কিত আরও খবর