রবিবার

ঢাকা, ১৫ জুন ২০২৫

সর্বশেষ


সফটওয়্যার

বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, দুপুর ৪:১৭

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

মাইবিএল অ্যাপ ইতোমধ্যেই আমাদের গ্রাহকদের কাছে পছন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, যা সহজ রিচার্জ ও বিশেষ রিওয়ার্ডের মাধ্যমে গ্রাহকদের সবচেয়ে বেশি সুবিধা প্রদান করে। গ্রাহকদের জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার ক্ষেত্রে বাংলালিংক সবসময় উদ্ভাবনী অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মাইবিএল অ্যাপে ‘রোড টু রয়্যাল রাইড’ ক্যাম্পেইন চালু করেছে উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। রিচার্জ-ভিত্তিক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলালিংকের প্রিপেইড গ্রাহকরা রয়্যাল এনফিল্ড বাইক জিতে নেওয়ার সুযোগ পাবেন।

দুইটি পর্যায়ে পরিচালিত মাসব্যাপী এই ‘রোড টু রয়্যাল রাইড’ ক্যাম্পেইনের উদ্দেশ্য গ্রাহকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা। ক্যাম্পেইনটির প্রথম পর্যায় চলবে ১৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত; আর দ্বিতীয় পর্যায় চলবে ০১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

মাইবিএল অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ রিচার্জ সম্পন্ন করা বাংলালিংক প্রিপেইড গ্রাহকরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। দুইটি পর্যায়েই সর্বোচ্চ রিচার্জকারী গ্রাহকদের মধ্য থেকে দুইজন বিজয়ী রয়্যাল এনফিল্ড বাইক জিতে নেওয়ার সুযোগ পাবেন। গ্রাহকরা রিচার্জের মাধ্যমে প্যাক কেনা বা সরাসরি মেইন ব্যালেন্স রিচার্জ করে তাদের মোট রিচার্জ পরিমাণ বাড়াতে পারবেন। তবে, বিদ্যমান মেইন ব্যালেন্স দিয়ে কেনা প্যাক ক্যাম্পেইনের আওতাভুক্ত হবে না।

এ বিষয়ে বাংলালিংকের ডিজিটাল বিজনেস কনসালট্যান্ট এবং লিড গোলাম কিবরিয়া বলেন, “মাইবিএল অ্যাপ ইতোমধ্যেই আমাদের গ্রাহকদের কাছে পছন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, যা সহজ রিচার্জ ও বিশেষ রিওয়ার্ডের মাধ্যমে গ্রাহকদের সবচেয়ে বেশি সুবিধা প্রদান করে। গ্রাহকদের জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার ক্ষেত্রে বাংলালিংক সবসময় উদ্ভাবনী অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘রোড টু রয়্যাল রাইড ক্যাম্পেইন’ কেবল আমাদের গ্রাহকদের পুরস্কৃত করার ক্ষেত্রেই নয়; বরং, ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে মাইবিএল অ্যাপের সক্ষমতা ও সম্ভাবনা সকলের সামনে তুলে ধরেছে।”

এই ক্যাম্পেইনের জন্য গ্রাহকরা যত ইচ্ছা রিচার্জ করে প্যাক কিনতে পারবেন, তবে শুধুমাত্র মাইবিএল অ্যাপের মাধ্যমে করা রিচার্জই বিবেচিত হবে। ব্যালেন্স ট্রান্সফার এর আওতায় পড়বে না। বিটিআরসি নীতিমালা অনুযায়ী, একজন গ্রাহকের মেইন ব্যালেন্স সর্বোচ্চ ৫,০০০ টাকা এবং প্রতিবারে সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবে। একইসাথে, ক্যাম্পেইনে অংশ নেওয়ার ক্ষেত্রে রিটেইলার ও বাংলালিংকের কর্মীদের ফোন নম্বর অযোগ্য বলে বিবেচিত হবে।

সংবাদটি পঠিত হয়েছে: ১৮৫ বার

এ সম্পর্কিত আরও খবর