৩ ঘন্টা আগে
৭ ঘন্টা আগে
২০ ঘন্টা আগে
ছবি: আনস্প্ল্যাশ
রেডিংটনের মাধ্যমে এখন দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো গুগল ওয়ার্কস্পেস, গুগল ক্লাউড এআই ও ডাটা ক্লাউডের মতো আধুনিক প্রযুক্তি সহজেই ব্যবহার করতে পারছে
বাংলাদেশ ক্রমেই এক শক্তিশালী ডিজিটাল অর্থনীতির দেশ হয়ে উঠছে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো প্রযুক্তি গ্রহণে আগ্রহী হলেও টেকসইভাবে এগিয়ে যাওয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা এখনও বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতা মাথায় রেখেই, গুগল ক্লাউড ও প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান রেডিংটন লিমিটেড যৌথভাবে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করতে কাজ করছে।
রেডিংটনের মাধ্যমে এখন দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো গুগল ওয়ার্কস্পেস, গুগল ক্লাউড এআই ও ডাটা ক্লাউডের মতো আধুনিক প্রযুক্তি সহজেই ব্যবহার করতে পারছে। এই উদ্ভাবনী সমাধানগুলো শুধু স্মার্ট অফিস ম্যানেজমেন্টেই নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে।
গুগল ওয়ার্কস্পেসের মধ্যে রয়েছে জিমেইল, গুগল মিট, ড্রাইভ, ডকস ও শিটসের মতো জনপ্রিয় টুল, যেগুলো ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন কাজ আরও সহজ ও কার্যকর করে তুলছে। এই টুলগুলোতে গুগলের নিজস্ব এআই প্রযুক্তি যুক্ত থাকায় এগুলো এখন আরও বুদ্ধিমান ও দক্ষ হয়ে উঠেছে।
রেডিংটন লিমিটেডের সিইও রামেশ নাটরাজন বলেন, ‘বাংলাদেশের ব্যবসাগুলো এখন ডিজিটাল রূপান্তরের পথে। আমরা চাই এই পরিবর্তনটা সহজ ও কার্যকর হোক। গুগল ক্লাউডের সঙ্গে আমাদের অংশীদারত্বের মাধ্যমে বিশ্বমানের ক্লাউড ও এআই প্রযুক্তিকে দেশের ব্যবসাগুলোর হাতের নাগালে এনে দিয়েছি।’
একটি প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তরকে বাধাগ্রস্ত করে যে বিষয়গুলো, সেগুলো দূর করতেই রেডিংটনের এই উদ্যোগ। যার মধ্যে রয়েছে উচ্চ খরচ, দক্ষতার অভাব কিংবা আন্তর্জাতিক প্রযুক্তিতে প্রবেশের সীমাবদ্ধতা। প্রতিষ্ঠানটি স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেডিংটন বলেছে, প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের পথে বাংলাদেশের ব্যবসাগুলোর জন্য বার্তাটি পরিষ্কার—উন্নত টুল ও কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর বিলাসিতা নয়, বরং প্রয়োজন। আর গুগল ক্লাউড ও রেডিংটনের সহায়তায় এই ভবিষ্যৎ এখন আরও কাছে।
ক্যানন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ক্যামেরা, ইমেজিং ও প্রিন্টিং পণ্যের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বিশ্বজুড়ে। জাপানে...