সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


অটোমোবাইল

বাংলাদেশে সুজুকির ২৫০ সিসি জিক্সার

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, দুপুর ১:১৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সুজুকি নিয়ে আসছে মটোজিপির অনুপ্রেরণায় তৈরি ইঞ্জিনের শক্তিশালী এবং সবচেয়ে দ্রুতগতির বাইক। বহু প্রতীক্ষিত জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ উন্মোচন হতে যাচ্ছে ১ ডিসেম্বর।

সুজুকি জিক্সারপ্রেমীদের জন্য সুখবর। বাংলাদেশের বাজারে আসছে জনপ্রিয় এই বাইকের নতুন দুই মডেল। র‍্যাংকন মটর বাইকস লিমিটেডেরে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়েছে বাংলাদেশে সুজুকি নিয়ে আসছে মটোজিপির অনুপ্রেরণায় তৈরি ইঞ্জিনের শক্তিশালী এবং সবচেয়ে দ্রুতগতির বাইক। বহু প্রতীক্ষিত জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ উন্মোচন হতে যাচ্ছে ১ ডিসেম্বর।

নতুন মডেলের এই দুই মোটরসাইকেল বাইকারদের জন্য আনবে স্পিড, কন্ট্রোল এবং মটোজিপি টেকনোলজির এক অনন্য অভিজ্ঞতা।

এই সিরিজের বাইকগুলোতে রয়েছে মটোজিপি প্রযুক্তি থেকে উদ্ভাবিত ২৫০ সিসি ইঞ্জিন, যা নতুন সুজুকি অয়েল কুলিং সিস্টেম প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ পারফরম্যান্স এবং কার্যক্ষমতা নিশ্চিত করবে। এ ছাড়া, বাইকগুলোর ৬-স্পিড গিয়ারবক্স, নিখুঁত কন্ট্রোল চমৎকার রাইডিং অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে। 

সংবাদটি পঠিত হয়েছে: ১৩৩ বার

এ সম্পর্কিত আরও খবর