মঙ্গলবার

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ


খবর

বাংলাদেশে ইভি ও নবায়নযোগ্য বিদ্যুত খাতে বিনিয়োগ করবে চীন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, দুপুর ১০:৩৩

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

 বাংলাদেশ একটি বৃহৎ নির্ভরযোগ্য বাজার এবং এখান থেকে বহির্বিশ্বে রফতানি করাও সহজ। বর্তমানে বাংলাদেশে প্রচুর ব্যাটারিচালিত গাড়ি চলছে, কিন্তু এ ব্যাটারিগুলোর অধিকাংশই প্রযুক্তিগত দিক থেকে উন্নত নয়।

বাংলাদেশে ইলেকট্রিক্যাল যানবাহন (ইভি), ব্যাটারি উৎপাদনসহ নবায়নযোগ্য বিদ্যুত খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন চীনা বিনিয়োগকারীরা।

রবিবার (১০ নভেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ আগ্রহের কথা জানান চীনের বিনিয়োগকারীরা। সভায় তারা যৌথ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি উৎপাদন কেন্দ্র, সোলার প্যানেল নির্মাণ কারখানা এবং স্যাটেলাইট সংযোগ স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের ন্যামস মোটরস লিমিটেডের চীনের ব্যবসায়ী প্রতিনিধিরা।

এদের মধ্যে ওয়েলবে কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড এবং বেইজিং হাইরুন হাওশেন টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান ওংটিক বেঞ্জামিন বলেন, ‘বাংলাদেশ একটি বৃহৎ নির্ভরযোগ্য বাজার এবং এখান থেকে বহির্বিশ্বে রফতানি করাও সহজ। বর্তমানে বাংলাদেশে প্রচুর ব্যাটারিচালিত গাড়ি চলছে, কিন্তু এ ব্যাটারিগুলোর অধিকাংশই প্রযুক্তিগত দিক থেকে উন্নত নয়।’

তিনি বলেন, ‘আগামী বিশ্বে ইলেকট্রিক্যাল যানবাহনের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে। কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রচুর ব্যাটারিচালিত গাড়ি চলছে, কিন্তু এ ব্যাটারিগুলোর অধিকাংশই প্রযুক্তিগত দিক থেকে উন্নত নয়। সে কথা মাথায় রেখেই আমরা বাংলাদেশে যৌথ বিনিয়োগের মাধ্যমে উন্নতমানের লিথিয়াম ব্যাটারি উৎপাদন কেন্দ্র, বিদ্যুতের ঝামেলা দূর করার জন্য সোলার প্যানেল নির্মাণ কারখানা এবং উন্নত যোগাযোগের স্যাটেলাইট সংযোগ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।’

অনুষ্ঠানে ন্যামস মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিকুজ্জামান বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু মুনাফা নয়, বরং বাংলাদেশের সবুজ প্রযুক্তি ও দূষণমুক্ত উন্নয়নে অবদান রাখা।’

মতবিনিময় সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের সুবিধা তুলে ধরে বলেন, ‘বিডা সব সময়েই বিনিয়োগকারীদের যাবতীয় বিনিয়োগ সেবা দিতে বদ্ধপরিকর।’

তিনি বলেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমাদের প্রত্যেক দেশের জন্য নিজস্ব কান্ট্রি অফিসার রয়েছেন, যাতে বিনিয়োগকারীরা দ্রুত বিনিয়োগ সেবা লাভ করতে পারেন। এ সময় তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। আন এই বিনিয়োগ দেশের অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশের দূষণ কমানো ও নতুন চাকরির ক্ষেত্র তৈরি করে বেকার সমস্যা সমাধানে অবদান রাখবে বলে মনে করেন বিডা চেয়ারম্যান।

সভায় অন্যান্যের মধ্যে ন্যামস মোটরস লিমিটেডের পরিচালক মেজর জেনারেল (অব.) এ কে এম আবদুর রহমান, চিফ অপারেটিং অফিসার নুরউদ্দিন জাহাঙ্গীর, সহকারী পরিচালক মোকাম্মেল হোসেন এবং ওয়েলবে কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড ও বেইজিং হাইরুন হাওশেং টেকনোলজি লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর চেউং তুং পিউ বিল, এক্সিকিউটিভ ডিরেক্টর লিউ মেইশু, ম্যানেজার প্যান কিয়াং, চিফ ইঞ্জিনিয়ার টং ইয়ংঝাং, ম্যানেজার ওয়াং গুইয়াং, ইঞ্জিনিয়ার পলাশ কুমার সেন উপস্থিত ছিলেন।

সংবাদটি পঠিত হয়েছে: ৫২ বার

এ সম্পর্কিত আরও খবর