শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


খবর

বাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরামের ‘জীবন তরীর কাব্য’র মোড়ক উন্মোচন

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৬:২৫

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এবার একুশে বই মেলায় বাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরামের পক্ষ থেকে আমরা কবিতার সংকলন বই বের করেছি। আশা করি এটি আমাদের জীবন ও সমাজের উপকারে আসবে। কেননা এখানে কবিদের জীবন, সমাজ, প্রকৃতি ও প্রভৃতি বিষয়ক কবিতাগুলো স্থান পেয়েছে।

অমর একুশে বই মেলায় বাংলা‌দেশ খ্রিস্টান লেখক ফোরা‌ম প্রকাশিত ‘জীবন তরীর কাব্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।  শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার গ্রন্থ উন্মোচন কেন্দ্রে ১৫ জন কবির মোট ৯৮‌টি কবিতা নিয়ে লেখা বইটির মোড়ক উন্মোচন করা হয়।

ফোরামের প্রকাশনা সম্পাদক জ্যাষ্টিন গোমেজ বলেন, ‘এবার একুশে বই মেলায় বাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরামের পক্ষ থেকে আমরা কবিতার সংকলন বই বের করেছি। আশা করি এটি আমাদের জীবন ও সমাজের উপকারে আসবে। কেননা এখানে কবিদের জীবন, সমাজ, প্রকৃতি ও প্রভৃতি বিষয়ক কবিতাগুলো স্থান পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের এই ফোরাম তার প্রতিষ্ঠাকাল ১৯৯৭ থেকে বিভিন্ন প্রকাশনা বের করে আসছে। খ্রিস্টান লেখকদের সংকলিত বই ছাড়াও নিয়মিত সাহিত্য পত্রিকা বের করা হয়।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরা‌মের সভাপতি অমল মিল্টন রোজা‌রিও, সহ-সভাপ‌তি হে‌লেন কাপালী, সাধারণ সম্পাদক রক রোনাল্ড রোজা‌রিও, কোষাধ্যক্ষ হি‌মেল রোজা‌রিও, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জ্যাষ্টিন গো‌মেজ এবং নির্বা‌চিত সদস্য মালা রিবেরু।
 
এ ছাড়াও বইটির লেখক‌ ও সদস্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন পিটারসন কু‌বি, ফাল্গুনী ডি কস্তা, শ্যমলী রোজা‌রিও, উজ্জ্বল এ গ‌মেজ, মিনু গ‌রে‌ট্টি কোড়াইয়া ও অসীম বে‌নে‌ডিক্ট পামার।

‘জীবন তরীর কাব্য’ বই‌টি ‘আর্শি’ স্ট‌লে (স্টল নং ৩১, লিটন ম্যাগা‌জিন চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান) মেলা চলাকা‌লীন সম‌য়ে পাওয়া যা‌বে।
 

সংবাদটি পঠিত হয়েছে: ৮৪ বার

এ সম্পর্কিত আরও খবর