৮ ঘন্টা আগে
৯ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
মাস্কের জন্য করা আবেদন গ্রহণ করে নরওয়ের নোবেল কমিটি যে ফিরতি ই-মেইল পাঠিয়েছে গ্রিমস তা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সে শেয়ারও করেছেন।
বাকস্বাধীনতার পক্ষে অবদান রাখায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন বিলিয়নেয়ার ইলন মাস্ক। তাকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
ইউরোপীয়ান ইউনিয়নের (ইউ) পার্লামেন্টের সদস্য ব্রাঙ্কো গ্রিমস বলেছেন যে, টেসলা এবং স্পেসএক্সের মালিক মাস্ককে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন করতে নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে আবেদন করা হয়েছে।
তিনি বলেন, বাকস্বাধীনতা এবং শান্তির মৌলিক মানবাধিকারের প্রতি মাস্কের অবদানের স্বীকৃতিস্বরূপ এই মনোনয়ন দেওয়া হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, মাস্কের জন্য করা আবেদন গ্রহণ করে নরওয়ের নোবেল কমিটি যে ফিরতি ই-মেইল পাঠিয়েছে গ্রিমস তা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সে শেয়ারও করেছেন।
ওই ই-মেইলে বলা হয়েছে, ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার মনোনয়ন সফলভাবে জমা পড়েছে। এ কাজে যাঁরা তাঁর সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের ও সহপ্রস্তাবকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন গ্রিমস।
গত ডিসেম্বরে গ্রিমস ব্রাসেলসে এক অনুষ্ঠানে বলেছিলেন যে ‘বাক স্বাধীনতার’ বিস্তার ও সুরক্ষার জন্য নোবেল শান্তি পুরস্কার মাস্কের প্রাপ্য।
তিনি বলেছিলেন, মাস্ক যেন আগামী বছর শান্তিতে নোবেল জয় করতে পারেন, সেজন্য নোবেল কমিটির কাছে আমি প্রস্তাব পাঠাব। গ্রিমসের এ মন্তব্যের এক মাসের মধ্যেই মাস্ককে মনোনয়ন দিলো নরওয়ের নোবেল কমিটি।
প্রসঙ্গত, পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি-এই ৫ ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখার জন্য প্রতি বছর প্রদান করা হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার নোবেল। শান্তিতে নোবেল প্রদান করে নরওয়ের নোবেল কমিটি এবং বাকি ৫ ক্ষেত্রে নোবেল দেয় সুইডেনের সুইডিশ রয়েল অ্যাকাডেমি। সূত্র: এনডিটিভি।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...