১৪ ঘন্টা আগে
১৪ ঘন্টা আগে
১৫ ঘন্টা আগে
১৫ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
পদত্যাগের ফলে শনিবার রাতে কার্যনির্বাহী কমিটির ১১০তম বৈঠকে দায়িত্ব পুনর্বিন্যাস হয়েছে। রবিবার পুনর্বিন্যস্ত বাক্কো ইসি’র তালিকা প্রকাশ করা হয়। এতে করে ১২ সদস্যের এই কমিটিতে পরিচালক পদে ফের একজন নারী সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি হলেন এ এস কে টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়মা শওকত।
পুনর্বিন্যস্ত হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) নেতৃত্বে। এর ফলে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অটোমেশন সল্যুশন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তানভীর ইব্রাহিম। সাধারণ সম্পাদক হয়েছেন উইনটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আলিম।
গত ১২ সেপ্টেম্বর পারিবারিক কারণে সাবেক সভাপতি ডিজিকন টেকনোলজিস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ শরীফ পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হলেন তানভীর ইব্রাহিম।
অপরদিকে শারীরিক অসুস্থতা জনিত কারণে গত ৮ সেপ্টেম্বর সদ্য সাবেক সাধারণ সম্পাদক ফিফোটেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদ হোসেন পদত্যাগ করায় এই দায়িত্ব বর্তালো উইনটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আলিমের ওপর।
পদত্যাগের ফলে শনিবার রাতে কার্যনির্বাহী কমিটির ১১০তম বৈঠকে দায়িত্ব পুনর্বিন্যাস হয়েছে। রবিবার পুনর্বিন্যস্ত বাক্কো ইসি’র তালিকা প্রকাশ করা হয়। এতে করে ১২ সদস্যের এই কমিটিতে পরিচালক পদে ফের একজন নারী সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি হলেন এ এস কে টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়মা শওকত।
আর যুগ্ম সাধারণ সম্পাদক থেকে সহ-সভাপতি হয়েছেন মাই আউটসোর্সিং লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক তানজরুল বাশার এবং পরিচালক পদ থেকে স্কাইটেক সল্যুশনসের ব্যবস্থাপনা পরিচালক মুসনাদ ই আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
তবে আগের মতো অর্থ সম্পাদক পদে রয়েছেন ইমপেল সার্ভিস অ্যান্ড সল্যুশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট থেকে পরিচালক হয়েছেন টাইমন এএসএল কল সেন্টার লিমিটেডের আবুল খায়ের।
কমিটির বাকি পরিচলকদের মধ্যে রয়েছেন, এনরাউট ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক আবু দাউদ খান, নবেল আইটি সল্যুশনের ফজলুল হক, আয়েশা সার্ভিসের জায়েদ উদ্দিন আহমেদ ও মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সল্যুশনের মেহদী হাসান জুলফিকার।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...