শনিবার

ঢাকা, ৯ নভেম্বর ২০২৪

সর্বশেষ


গ্যাজেট

বাজেট-ফ্রেন্ডলি সিরিজে ফাইভজি স্মার্টফোন আনছে স্যামসাং

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, দুপুর ১১:৪৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোনে ফাইভজি সংযুক্ত করাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা জানান, দিন দিন ফাইভজি জনপ্রিয় হচ্ছে। অনেক ব্যবহারকারীই তাদের ফোনে আরো দ্রুতগতির নেটওয়ার্ক সংযোগ চান। সেজন্য বাড়তি অর্থ খরচ করে তুলনামূলক দামি ফোন প্রয়োজন।

দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান স্যামসাংয়ের বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন সিরিজ গ্যালাক্সি এ০এক্সে সংযুক্ত হবে ফাইভজি মডেল।

ফোরজি কানেকশনসহ সাশ্রয়ী এ সিরিজের আগের ফোনগুলোয় রয়েছে বেসিক ফিচার। যাতে ব্যবহারকারীরা স্বল্প অর্থ ব্যয়ে স্মার্টফোন ব্যবহার করতে পারেন। গ্যালাক্সি এ০এক্স সিরিজের প্রথম ফাইভজি কানেকশনের স্মার্টফোনের মডেল নাম হতে পারে ‘গ্যালাক্সি এ০৬ ফাইভজি’।

বাজারে পাওয়া সিরিজের সর্বশেষ স্মার্টফোন হলো ‘গ্যালাক্সি এ০৬’, যা গত আগস্টে উন্মোচন করা হয়। এটিসহ আগের মডেল গ্যালাক্সি এ০৫-এ ফোরজি কানেকশন সমর্থিত মিডিয়াটেকের ‘হেলিও জি৮৫’ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সিরিজের পরবর্তী ফোনকে নেটওয়ার্ক সংযোগকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে স্যামসাং।

বিশ্বব্যাপী মোবাইল নেটওয়ার্ক অপারেটর সম্পর্কিত অলাভজনক প্রতিষ্ঠান জিএসএম অ্যাসোসিয়েশনের (জিএসএমএ) ডাটাবেজে গ্যালাক্সি এ০৬ ফাইভজির তথ্য পাওয়া গেছে। সেখানে ‘এসএম-এ০৬৬বি/ডিএস’ ও ‘এসএম-এ০৬৬এম/ডিএস’ দুটি মডেল নম্বর নথিভুক্ত রয়েছে। যদিও ডাটাবেজে ফোনটির অন্যান্য তথ্য সম্পূর্ণ অবস্থায় পাওয়া গেছে। তবে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন মোটামুটি গ্যালাক্সি এ০৬ ফোরজি মডেলের স্পেসিফিকেশনের সবটাই থাকবে ফাইভজি মডেলে। পার্থক্য শুরু ফাইভজি কানেকশনে।

বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোনে ফাইভজি সংযুক্ত করাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা জানান, দিন দিন ফাইভজি জনপ্রিয় হচ্ছে। অনেক ব্যবহারকারীই তাদের ফোনে আরো দ্রুতগতির নেটওয়ার্ক সংযোগ চান। সেজন্য বাড়তি অর্থ খরচ করে তুলনামূলক দামি ফোন প্রয়োজন।

সাশ্রয়ী স্মার্টফোনে ফাইভজি নেটওয়ার্ক সংযুক্ত করে সচেতন সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। এর মাধ্যমে স্যামসাং আরো ভালোভাবে বাজার ধরতে পারবে বলে আশা করা হচ্ছে। তবে কবে নাগাদ স্মার্টফোনটি বাজারে আসবে তা এখনো নির্ধারণ হয়নি। সূত্র:  গিজমোচায়না।

সংবাদটি পঠিত হয়েছে: ৫৩ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪