১৬ ঘন্টা আগে
১৬ ঘন্টা আগে
১৭ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
রোনিন ফেস্টিভ এডিশন আপডেট হিসাবে মিডনাইট ব্লু কালার পেয়েছে। এর ফুয়েল ট্যাঙ্ক থেকে সাইড প্যানেল পর্যন্ত গ্রিন কালার স্ট্রিপ বিস্তৃত। আবার স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের সঙ্গে পার্থক্য বলতে এলইডি হেডলাইটের উপরে দেওয়া হয়েছে ব্ল্যাক-আউট ফ্লাই-স্ক্রিন। এটি সামনে থেকে আসে বাতাসের বাধা কাটাতে সহায়তা করবে।
টিভিএসের জনপ্রিয় মোটরসাইকেল রোনিন ১২৫ এলো স্পেশাল এডিশনে। এই এডিশনের নাম টিভিএস রোনিন ফেস্টিভ এডিশন। এটি টপ স্পেক ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে লঞ্চ করেছে। বর্তমানে এর বুকিং চলছে।
রোনিন ফেস্টিভ এডিশন আপডেট হিসাবে মিডনাইট ব্লু কালার পেয়েছে। এর ফুয়েল ট্যাঙ্ক থেকে সাইড প্যানেল পর্যন্ত গ্রিন কালার স্ট্রিপ বিস্তৃত। আবার স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের সঙ্গে পার্থক্য বলতে এলইডি হেডলাইটের উপরে দেওয়া হয়েছে ব্ল্যাক-আউট ফ্লাই-স্ক্রিন। এটি সামনে থেকে আসে বাতাসের বাধা কাটাতে সহায়তা করবে।
ডিজাইনে পরিবর্তন ছাড়া টিভিএস রোনিন ফেস্টিভ এডিশনের কারিগরিতে কোন পরিবর্তন ঘটানো হয়নি। স্ট্যান্ডার্ড ভার্সনের ২২৫.৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিনসহ এসেছে বাইকটি। এটি থেকে সর্বোচ্চ ২০.১ বিএইচপি শক্তি এবং ১৯.৯৩ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স।
হার্ডওয়্যার হিসাবে ফেস্টিভ এডিশনের বাইকটিতে দেওয়া হয়েছে ইউএসডি ফর্ক এবং ৭-স্টেপ অ্যাডজাস্টেবল মোনোশক। এর সোনালি কালারের ফর্ক দর্শনে নতুন মাত্রা যোগ করেছে। ফিচারের মধ্যে রয়েছে অল-এলইডি লাইট, একটি ইউএসবি চার্জার এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি সিঙ্গেল-পড এলসিডি।
এছাড়াও রয়েছে দুটি এবিএস মোড-আরবান ও রেইন। রনিনের টপ-স্পেক ভ্যারিয়েন্টে ডুয়েল-চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। যেখানে বেস ভ্যারিয়েন্টে উপস্থিত সিঙ্গেল-চ্যানেল এবিএস।
বিশেষ সংস্করণের এই বাইকটির দাম ভারতে ১ লাখ ৭২ হাজার রুপি।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...