মঙ্গলবার

ঢাকা, ৮ জুলাই ২০২৫

সর্বশেষ


খবর

বিশ্ব বাজারে সিটিজেন একটি সুপরিচিত এবং বিশ্বস্ত জাপানি ব্র্যান্ড, যারা থার্মাল প্রিন্টার, বারকোড লেবেল প্রিন্টার এবং পস প্রিন্টার-সহ বিভিন্ন ধরনের প্রিন্টিং পণ্য তৈরি করে

বাজারে এলো জাপানি ব্র্যান্ড সিটিজেন-এর পস, বারকোড ও লেবেল প্রিন্টার

প্রকাশ: ২৪ জুন ২০২৫, রাত ১০:২২

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

 সিটিজেন প্রিন্টার দ্রুত গতি সম্পন্ন, সহজ ব্যবহারযোগ্যতা, বিভিন্ন পস সফটওয়্যারের সাথে সামঞ্জস্যতা এবং টেকসই —এই বৈশিষ্ট্যগুলো পস প্রিন্টিং সেবায়  বাংলাদেশের বাজারে বিদ্যমান  ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সংযোগ  স্মার্ট টেকনোলজিস বিডি’র পণ্য তালিকাকে আরও সমৃদ্ধ করবে এবং গ্রাহকরা উন্নত সেবা পাবেন।”

আজ থেকে দেশের বাজারে পাওয়া যাবে বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ড সিটিজেন-এর পয়েন্ট অব সেল (POS), বারকোড ও লেবেল প্রিন্টার। বাংলাদেশের বাজারে এই পণ্যের পরিবেশক হিসেবে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি পণ্য পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে সিটিজেন ব্র্যান্ডের দুইটি মডেলের প্রিন্টার সিটিজেন সিটি-ডি১৫০ (Citizen CT-D150)  সিটিজেন সিএলই৩২১ (Citizen CLE321) উন্মোচন করা হয়।

বিশ্ব বাজারে সিটিজেন একটি সুপরিচিত এবং বিশ্বস্ত জাপানি ব্র্যান্ড, যারা থার্মাল প্রিন্টার, বারকোড লেবেল প্রিন্টার এবং পস প্রিন্টার-সহ বিভিন্ন ধরনের প্রিন্টিং পণ্য তৈরি করে। খুচরা বিক্রয়, লজিস্টিকস ও অন্যান্য শিল্প খাতে রশিদ, লেবেল ও বারকোড প্রিন্ট করার জন্য এসব প্রিন্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন বলেন—“বাংলাদেশে আইসিটি পণ্য খাতে ৩০ বছরের অভিজ্ঞতা এবং ১০০টিরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমাদের। আমরা সবসময় পণ্যের গুণগতমান ও গ্রাহক সেবার মান নিশ্চিত করতে সচেষ্ট। সিটিজেনকে আমাদের পোর্টফোলিওতে যুক্ত করতে পেরে আমরা গর্বিত, কারণ প্রযুক্তিগত দক্ষতা ও দীর্ঘস্থায়িত্বে সিটিজেন বিশ্বজুড়ে একটি বিশ্বস্ত নাম। দেশের বাজারে পস ও লেবেল প্রিন্টিং সল্যুশনের চাহিদা ক্রমাগত বাড়ছে এবং এই চাহিদা পূরণে সিটিজেন একটি শক্তিশালী বিকল্প।”তিনি আরও বলেন—“সিটিজেন প্রিন্টার দ্রুত গতি সম্পন্ন, সহজ ব্যবহারযোগ্যতা, বিভিন্ন পস সফটওয়্যারের সাথে সামঞ্জস্যতা এবং টেকসই —এই বৈশিষ্ট্যগুলো পস প্রিন্টিং সেবায়  বাংলাদেশের বাজারে বিদ্যমান  ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সংযোগ  স্মার্ট টেকনোলজিস বিডি’র পণ্য তালিকাকে আরও সমৃদ্ধ করবে এবং গ্রাহকরা উন্নত সেবা পাবেন।””

সিটিজেন সিস্টেমস জাপান কো. লিমিটেড এর প্রতিনিধি, প্রিন্টার সেলস বিভাগের সহকারী ব্যবস্থাপক ইয়োহেই কোয়ামা বলেন—“১৯১৮ সালে প্রতিষ্ঠিত সিটিজেন আজ বিশ্বজুড়ে উদ্ভাবন, নির্ভুলতা ও নির্ভরযোগ্যতার প্রতীক। যদিও আমরা মূলত ঘড়ির জন্য পরিচিত, ১৯৬০ সালে প্রিন্টার উৎপাদনে যাত্রা শুরু করি। বর্তমানে আমরা জাপানে POS প্রিন্টার বাজারে শীর্ষস্থানে রয়েছি এবং এশিয়ার বাজারে, বিশেষ করে বাংলাদেশের বাজারে, আমাদের অবস্থান আরও শক্তিশালী করতে চাই। স্মার্ট টেকনোলজিস বিডি’র সঙ্গে এই অংশীদারিত্ব স্থানীয়ভাবে বাজার বিস্তারে সহায়ক হবে।”

নতুন বাজারজাতকৃত সিটিজেন প্রিন্টারের গুনাগুন বর্নন্ করে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর সিটিজেন পণ্যের ম্যানেজার আবু সোলায়মান পলাশ বলেন— সিটিজেন সিটি-ডি১৫০ একটি কমপ্যাক্ট ও উচ্চ-দক্ষতার থার্মাল POS প্রিন্টার, যা রিটেইল, রেস্টুরেন্ট ও POS ব্যবস্থার জন্য আদর্শ। প্রতি সেকেন্ডে ২৫০ মিমি পর্যন্ত দ্রুত প্রিন্ট করতে পারে। এতে রয়েছে বিল্ট-ইন অটো-কাটার, ইউএসবি ও সিরিয়াল পোর্ট, পাওয়ার সেভিং মোড এবং উইন্ডোজ, লিনাক্স ও অ্যান্ড্রয়েড সমর্থন। অপরদিকে সিটিজেন সিএলই৩২১ (Citizen CLE321)একটি উচ্চ-দক্ষতার বারকোড লেবেল প্রিন্টার যা প্রতি সেকেন্ডে ৮ ইঞ্চি গতিতে প্রিন্ট করতে সক্ষম। এটি বিভিন্ন ধরনের মিডিয়া, লেবেল এবং ট্যাগ সমর্থন করে এবং জেব্রা ZPL2, ডাটাম্যাক্স DPL, ইত্যাদি ল্যাঙ্গুয়েজ ইমুলেশন সমর্থন করে। এর কমপ্যাক্ট ডিজাইন এটিকে আধুনিক যেকোনো পরিবেশে ব্যবহারযোগ্য করে তোলে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস বিডি-এর হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মাহফুজুর রহমান মুকুল, এবং সিটিজেন সিস্টেমস জাপান কো. লিমিটেড-এর টেকনিক্যাল সাপোর্ট সেকশন-এর প্রতিনিধি সাতোরু হিগুয়েচি।

সংবাদটি পঠিত হয়েছে: ৯৬ বার

এ সম্পর্কিত আরও খবর