৪ ঘন্টা আগে
৮ ঘন্টা আগে
২০ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
স্পার্ক গো ২ ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি, ১২০ হার্জ রিফ্রেশ রেটের হোল স্ক্রিন এইচডি প্লাস ডিসপ্লে, টি৭২৫০ প্রসেসর এবং দীর্ঘসময় ব্যবহারের জন্য ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
‘স্পার্ক গো ২’ মডেলের স্মার্টফোন বাজারে আনল টেকনো। স্মার্টফোনটিতে বাজেটের মধ্যে সেরা সব এআই ফিচার, দুর্দান্ত ডিজাইন ও ভালো পারফরম্যান্স মিলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় টেকনো।
স্পার্ক গো ২ ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি, ১২০ হার্জ রিফ্রেশ রেটের হোল স্ক্রিন এইচডি প্লাস ডিসপ্লে, টি৭২৫০ প্রসেসর এবং দীর্ঘসময় ব্যবহারের জন্য ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এই ডিভাইসে ডিটিএস সাউন্ড সিস্টেমসহ ডুয়াল স্পিকার থাকছে। ভালো ফটোগ্রাফির জন্য আছে ডুয়াল ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
বাজেট স্মার্টফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এ-আই-জিসি পোর্ট্রেট, ওয়ান ক্লিক সামারি, ডকুমেন্ট সামারি, এলা স্মার্ট সার্চ, ফটো বেইজড প্রবলেম সলভিং, এআই রাইটিং, ইমেজ-টু-ডকুমেন্ট কনভার্শনসহ আরও অনেক স্মার্ট এআইফিচার।
অ্যান্ড্রয়েড ১৫গো অপারেটিং সিস্টমের টেকনো স্পার্ক গো ২ ডিভাইসটি এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে। এর ৬৪ জিবি + ৮ জিবি(৪জিবি + ৪জিবি এক্সটেন্ডেড র্যাম) ভ্যারিয়েন্টের মূল্য ১০ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। অন্যদিকে, গ্রাহকরা এই ফোনের ৬৪ জিবি + ৬ জিবি (৩জিবি + ৩জিবি এক্সটেন্ডেড র্যাম) ভ্যারিয়েন্টটি ৯ হাজার ৯৯৯ টাকায় কিনতে পারবেন।
ক্যানন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ক্যামেরা, ইমেজিং ও প্রিন্টিং পণ্যের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বিশ্বজুড়ে। জাপানে...