মঙ্গলবার

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ


গ্যাজেট

বাজারে এআই প্রযুক্তির নতুন ২ ল্যাপটপ

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, দুপুর ৩:৪১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

ল্যাপটপ ২টিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল আলট্রা ৫ ১২৫এইচ এবং ৭ ১৫৫এইচ প্রসেসর, যা  ৪.৫ গিগা হার্জ  থেকে ৪.৮  গিগা হার্জ পর্যন্ত গতিতে কাজ করতে সক্ষম। স্টোরেজ হিসেবে রয়েছে  যথাক্রমে ৫১২জিবি এবং ১ টেরাবাইট জেন৪ এনভিএমই এসএসডি।

দেশের বাজারে এআই প্রযুক্তি সমৃদ্ধ এসার ব্র্যান্ডের সুইফট গো ১৪ সিরিজের নতুন ২টি ল্যাপটপ নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.। ল্যাপটপ ২টির মডেল যথাক্রমে এসার সুইফট গো এসএফজি ১৪-৭৩ এবং এসএফজি ১৪-৭৩টি।

ল্যাপটপ ২টিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল আলট্রা ৫ ১২৫এইচ এবং ৭ ১৫৫এইচ প্রসেসর, যা  ৪.৫ গিগা হার্জ  থেকে ৪.৮  গিগা হার্জ পর্যন্ত গতিতে কাজ করতে সক্ষম। স্টোরেজ হিসেবে রয়েছে  যথাক্রমে ৫১২জিবি এবং ১ টেরাবাইট জেন৪ এনভিএমই এসএসডি।

দুটো ল্যাপটপেই ব্যবহৃত হয়েছে ১৬জিবি অনবোর্ড র‍্যাম। আরও রয়েছে বিল্ট-ইন ইন্টেল আর্ক গ্রাফিক্স, ১৪ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস। সিলভার কালারের এই ল্যাপটপ ২টিতেই রয়েছে ২ বছরের বিক্রয় পরবর্তী  সেবা।

এসার সুইফট গো এসএফজি ১৪-৭৩ এবং এসএফজি ১৪-৭৩টি এর সর্বোচ্চ খুচরা মূল্য যথাক্রমে ১৩২,০০০ এবং ১৫০,০০০ টাকা।
 

সংবাদটি পঠিত হয়েছে: ২৯ বার

এ সম্পর্কিত আরও খবর