মঙ্গলবার

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪

সর্বশেষ


অটোমোবাইল

বাজাজের নতুন ইলেকট্রিক স্কুটার এলো বাজারে

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৫:৪২

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এদিন যে ইলেকট্রিক স্কুটার আনা হয়েছে তাতে ফুল চার্জে ১২৭ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। ব্লুটুথ কানেকশন ও টিএফটি ডিসপ্লে রয়েছে।

বাজারে চেতকের নতুন ইলেকট্রিক স্কুটার আনল বাজাজ। দেশটির ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের সঙ্গে যৌথ উদ্যোগে এই টু হুইলার লঞ্চ করেছে বাজাজ অটো। এর আগে চেতকের একাধিক এডিশন লঞ্চ করেছে সংস্থাটি।

এদিন যে ইলেকট্রিক স্কুটার আনা হয়েছে তাতে ফুল চার্জে ১২৭ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। ব্লুটুথ কানেকশন ও টিএফটি ডিসপ্লে রয়েছে।

নব্বইয়ের দশকে মধ্যবিত্তের কাছে খুবই পরিচিত নাম ছিল বাজাজ চেতক। তখন চলত পেট্রোল ইঞ্জিনে। বর্তমানে এই স্কুটার বৈদ্যুতিক ব্যাটারি ও মোটরের মাধ্যমে চলে। সম্প্রতি যে স্পেশাল এডিশন লঞ্চ করা হয়েছে তার দামও রাখা হয়েছে প্রতিযোগিতামূলক। কারণ এই ক্ষেত্রে একাধিক বিকল্প ইলেকট্রিক স্কুটার রয়ের বাজারে।

ইভি বাজারে ছাপ ফেলতে এই প্রথম ই-কমার্স সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এক্সক্লুসিভ এডিশন লঞ্চ করল বাজাজ।  স্কুটারের বেশ কিছু ফিচার্স প্রকাশ করেছে তারা। স্কুটারে পাবেন ৩.২ কিলোওয়াট হাওয়ার ব্যাটারি প্যাক, যা ফুল চার্জে রেঞ্জ দেবে ১২৭ কিলোমিটার। ফিচার্স হিসাবে পাবেন কালার টিএফটি স্ক্রিন, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি।

বাজাজের দাবি, এতে প্রিমিয়াম ডিজাইন এবং সিট যুক্ত করা হয়েছে। ব্রুকলিন ব্ল্যাক রঙে পাওয়া যাবে এই স্কুটার। নতুন চেতক নিয়ে আশাবাদী বাজাজ অটো। এই ইলেকট্রিক বাজারে কেমন সাড়া ফেলতে পারে, সেটাই এখন দেখার।

প্রসঙ্গত, এর আগে বাজাজ চেতকের একাধিক এডিশন লঞ্চ হয়েছে। খুব সম্প্রতি ২৯০১ এডিশন লঞ্চ করেছে বাজাজ। এটি চেতকের যতগুলি ভ্যারিয়েন্ট রয়েছে, তার মধ্যে সবথেকে সস্তা। এক্স শোরুম দাম ৯৫ হাজার ৯৯৮ টাকা। স্কুটির রেঞ্জ ফুল চার্জে ১২৩ কিলোমিটার এবং ঘণ্টায় সর্বোচ্চ গতি ৬৩ কিলোমিটার।

ভারতে এই মুহূর্তে ইলেকট্রিক স্কুটি বিক্রির নিরিখে প্রথমে রয়েছে ওলা। তারপর রয়ের টিভিএস, এথার-সহ একাধিক সংস্থা। এই সকল ইভি সংস্থাগুলোকে টক্কর দিতে চলেছে বাজাজ। আগামীদিনে আরও বেশ কিছু ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার কথাও জানিয়েছে সংস্থাটি।

বাজাজ চেতকের নতুন স্পেশাল এডিশনে দাম ভারতের বাজারে ১ লাখ ২৮ হাজার ৭৮৮ রুপি। জানা গিয়েছে এটি অ্যামাজন এক্সক্লুসিভ দাম। ৩১ অগস্ট পর্যন্ত এই দামে পাওয়া যাবে স্কুটারটি। অফলাইনে বাজাজের নিকটবর্তী শোরুম এবং অনলাইনে অ্যামাজন থেকে বুক করা যাবে এই স্কুটি।

সংবাদটি পঠিত হয়েছে: ৫২ বার

এ সম্পর্কিত আরও খবর