বুধবার

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫

সর্বশেষ


গ্যাজেট

‘বাগ বাউন্টি’ নামের পুরস্কারভিত্তিক কর্মসূচি চালু করেছে স্টারলিংক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, দুপুর ৩:০৪

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

স্টারলিংকের মূল কোম্পানি স্পেসএক্স তাদের ইন্টারনেট সিস্টেমে কোনো সমস্যা বা নিরাপত্তাজনিত ত্রুটি খুঁজে বের করতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সহযোগিতা চেয়েছে।

ইলন মাস্কের প্রতিষ্ঠিত স্টারলিংক কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে সারা বিশ্বে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিয়ে থাকে। এই ইন্টারনেট সেবা এখন বাংলাদেশেও পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।

স্টারলিংকের মূল কোম্পানি স্পেসএক্স তাদের ইন্টারনেট সিস্টেমে কোনো সমস্যা বা নিরাপত্তাজনিত ত্রুটি খুঁজে বের করতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সহযোগিতা চেয়েছে।

তারা একটি ‘বাগ বাউন্টি’ নামের পুরস্কারভিত্তিক কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির আওতায় কেউ যদি তাদের ইন্টারনেট সেবায় বড় কোনো ত্রুটি খুঁজে পায়, তাহলে তাকে সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার বা প্রায় ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে (যদি ডলারের বিনিময় হার ১২২ টাকা ধরা হয়)।

স্পেসএক্স তাদের এক সাম্প্রতিক ব্লগ পোস্টে জানিয়েছে, তারা নিরাপত্তা-বিষয়ক গবেষকদের উৎসাহ দিচ্ছে, যেন তারা স্টারলিংকের নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি বা দুর্বলতা খুঁজে বের করেন। তবে এতে যেন সাধারণ ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারে কোনো সমস্যা না হয়, সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে।

যদি কেউ এমন কোনো ত্রুটি খুঁজে পান, তাহলে সেটি স্পেসএক্সের নির্ধারিত ‘বাগ বাউন্টি’ প্ল্যাটফর্মে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

স্পেসএক্সের তথ্যমতে, স্টারলিংক গ্রাহকদের তথ্য সুরক্ষা এবং সিস্টেমের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত স্টারলিংকে মোট ৪৩টি নিরাপত্তাজনিত ত্রুটি শনাক্ত করেছেন গবেষকেরা। গত তিন মাসে গড় পুরস্কারের পরিমাণ ছিল ৯১৩ দশমিক ৭৫ ডলার।

প্রসঙ্গত, স্টারলিংকে থাকা ত্রুটির ঝুঁকি ও গুরুত্ব মূল্যায়নে কয়েকটি বিষয় বিবেচনায় করা হয়। শনাক্ত করা ত্রুটি শুধু ব্যবহারকারীর টার্মিনাল ও রাউটারকে প্রভাবিত করছে কি না, তা জানার পাশাপাশি স্যাটেলাইট বা কেন্দ্রীয় অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ সেবায় সেটির প্রভাব বিশ্লেষণ করা হয়। এ ছাড়া ত্রুটিটি ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ব্যবহার করার সম্ভাব্যতাও যাচাই করা হয়। এরপর ত্রুটির ধরন ও ক্ষতির মাত্রা বিবেচনা করে পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সংবাদটি পঠিত হয়েছে: ৭৫ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

আসছে স্টাইলিশ অনার এক্স৮সি ফোন

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫
Card image

ব্রাদার প্রিন্টারে বৈশাখী অফার

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫