সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


অটোমোবাইল

আসছে শক্তিশালী স্ট্রিট ফাইটার বাইক এপ্রিলিয়া টুনো ৪৫৭

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৬:৩৭

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এপ্রিলিয়া আরএস ৪৫৭-এর ওপর ভিত্তি করে আসছে বাইকটি। দুই মডেলের মধ্যে ডিজাইনে অনেক মিল থাকলেও ফিচারের তারতম্য থাকবে। এতে একটি বিকিনি হেডল্যাম্পের সঙ্গে বুমেরাং আকৃতির এলইডি ডিআরএল এবং বৃহৎ ট্যাঙ্ক এক্সটেনশনের দেখা মিলবে।

শক্তিশালী স্ট্রিট ফাইটার বাইক আনছে এপ্রিলিয়া। যার মডেল এপ্রিলিয়া টুনো ৪৫৭। দীর্ঘদিন ঘরেই ভারতের বাজারে বাইকটির লঞ্চ নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। এবার শোনা গেল শিগগিরই আসছে। টুনো ৪৫৭ মডেলটি ৫০০ সিসির কম সেগমেন্টের একটি টুইন-সিলিন্ডার যুক্ত নেকেড বাইক।

ভারতের বাজারে এই বাইক আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এপ্রিলিয়া আরএস ৪৫৭-এর ওপর ভিত্তি করে আসছে বাইকটি। দুই মডেলের মধ্যে ডিজাইনে অনেক মিল থাকলেও ফিচারের তারতম্য থাকবে। এতে একটি বিকিনি হেডল্যাম্পের সঙ্গে বুমেরাং আকৃতির এলইডি ডিআরএল এবং বৃহৎ ট্যাঙ্ক এক্সটেনশনের দেখা মিলবে।

এপ্রিলিয়া টুনো ৪৫৭ মডেলে থাকছে ৪৫৭ সিসি প্যারালাল-টুইন ইঞ্জিন। যা থেকে ৯৪০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৪৬.৯ বিএইচপি শক্তি এবং ৬৭০০ আরপিএম গতিতে ৪৩.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। এই শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে রয়েছে সিক্স-স্পিড গিয়ারবক্স, যা অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ সুবিধা দেয়। এই সেটআপের ফলে গিয়ার পরিবর্তন আরও মসৃণ হবে এবং আক্রমণাত্মক রাইডিংয়ের সময় ব্যাক-টর্ক কম থাকবে।

এপ্রিলিয়ার স্পোর্টস বাইকগুলোর ইঞ্জিন সাধারণত স্মুথ, রিফাইন্ড ও শক্তিশালী পারফরম্যান্স দেয়। এপ্রিলিয়া আরএস ৪৫৭-এর ইঞ্জিনের অভিজ্ঞতা অনুযায়ী, এই ইঞ্জিনটি রাইডারদের জন্য বেশ পাঞ্চি পাওয়ার ডেলিভারি ও ট্র্যাক্টেবল পারফরম্যান্স প্রদান করবে।

এপ্রিলিয়া টুনো ৪৫৭ একটি নেকেড স্ট্রিটফাইটার বাইক, যার ডিজাইন এবং ফিচার সেট আপকে স্পোর্টি ও আকর্ষণীয় করে তোলা হয়েছে। যদিও এর সম্পূর্ণ ফিচার তালিকা এখনও প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এতে ফুল-ডিজিটাল টিএফটি ডিসপ্লে, রাইডিং মোড, ট্রাকশন কন্ট্রোল, ও আপসাইড-ডাউন (ইউএডি) ফর্ক সাসপেনশন থাকতে পারে। টুনো সিরিজের অন্যান্য বাইকের মতোই, এতে প্রিমিয়াম হার্ডওয়্যার ও লাইটওয়েট চেসিস থাকবে, যা পারফরম্যান্স ও হ্যান্ডলিং উন্নত করবে।

সংবাদটি পঠিত হয়েছে: ৪০ বার

এ সম্পর্কিত আরও খবর