মঙ্গলবার

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ


সফটওয়্যার

আসছে মাইনক্রাফটের ‘অ্যাডভেঞ্চারস মেইড রিয়েল’ থিম পার্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, দুপুর ৩:৪৫

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

মার্লিন এন্টারটেইনমেন্টস যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দুটি স্থায়ী মাইনক্রাফট থিম পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা করছে, যেগুলো ২০২৬ থেকে ২০২৭ সালের মধ্যে উদ্বোধন করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে।

মোজাং স্টুডিওস এবং মার্লিন এন্টারটেইনমেন্টস একসাথে কাজ করে মাইনক্রাফটের জগতকে বাস্তবে রূপ দিতে একটি নতুন থিম পার্ক তৈরি করতে যাচ্ছে। ‘অ্যাডভেঞ্চারস মেইড রিয়েল’ নামে এই থিম পার্ক সিরিজটি মাইনক্রাফট গেমের আকর্ষণীয় পরিবেশকে বাস্তবে নিয়ে আসবে, যা গেমারদের জন্য এক দুঃসাহসিক এবং চমকপ্রদ অভিজ্ঞতা উপহার দেবে।

প্রযুক্তি বিষয়ক নিউজ পোর্টাল এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, মার্লিন এন্টারটেইনমেন্টস যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দুটি স্থায়ী মাইনক্রাফট থিম পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা করছে, যেগুলো ২০২৬ থেকে ২০২৭ সালের মধ্যে উদ্বোধন করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে।

প্রতিবেদনে আরও বলা হয়,  এই থিম পার্কগুলোতে থাকবে ইন্টারঅ্যাকটিভ আকর্ষণ, রাইড, উপহার সামগ্রীর দোকান এবং রেস্তোরাঁ। তাছাড়া, ভবিষ্যতে বিশ্বের অন্যান্য স্থানে এই অভিজ্ঞতা ছড়িয়ে দেওয়ার জন্য পরিকল্পনাও রয়েছে।

থিম পার্কগুলোর মধ্যে ডিজিটাল ফিচারের উপস্থিতি থাকবে, যদিও তাদের সঠিক ধরন এখনও স্পষ্ট নয়। তবে, মার্লিন জানিয়েছে যে, পার্কে এমন কিছু সুযোগ থাকবে যা দর্শকদের জন্য এক্সক্লুসিভ ইন-গেম কনটেন্ট আনলক করার সম্ভাবনা তৈরি করবে।

ডিজনির পর মার্লিন এন্টারটেইনমেন্টস হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম থিম পার্ক নির্মাতা। তারা লেগোল্যান্ড থিম পার্ক ছাড়াও যুক্তরাজ্যের অ্যালটন টাওয়ারস, থর্প পার্ক, চেসিংটন ওয়ার্ল্ড অব অ্যাডভেঞ্চারস, ইতালির গার্ডাল্যান্ড রিসোর্ট এবং জার্মানির হাইডে পার্কের মতো জনপ্রিয় পার্কগুলো পরিচালনা করে। সূত্র: এনগ্যাজেট।

সংবাদটি পঠিত হয়েছে: ৬২ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

আসছে ফেসবুক মেসেঞ্জারে নতুন ফিচার

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪
Card image

নতুন সার্চ ইঞ্জিন আনছে ওপেনএআই

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪
Card image

ক্রোমকে নিয়ে গুগলের নতুন পরিকল্পনা

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪