বুধবার

ঢাকা, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ


খবর

আন্তর্জাতিক নারী দিবসে মেয়ে শিশুদের জন্য রোবটিক্স কর্মশালা

প্রকাশ: ৫ মার্চ ২০২৫, সকাল ৯:৪১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

আগামী ৭ এবং ৮ মার্চ অনুষ্ঠিতব্য এই কর্মাশালায় আগে কখনও আরডুইনো বা রোবটিকস নিয়ে কাজ করেনি এমন ৮ থেকে ১৮ বছর বয়সী মেয়ে শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন। মাত্র ২০ জন কর্মশালায় অংশ নিতে পারবেন।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে ২ দিনব্যাপী বিশেষ রোবটিকস কর্মশালা করতে যাচ্ছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। রাজধানীর ধানমন্ডিতে প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মশালা অনুষ্ঠিত হবে।

আগামী ৭ এবং ৮ মার্চ অনুষ্ঠিতব্য এই কর্মাশালায় আগে কখনও আরডুইনো বা রোবটিকস নিয়ে কাজ করেনি এমন ৮ থেকে ১৮ বছর বয়সী মেয়ে শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন। মাত্র ২০ জন কর্মশালায় অংশ নিতে পারবেন।

অংশ নেয়ার জন্য এরই মধ্যে গুগল ফর্মে আবেদন গ্রহণ শুরু করেছে আয়োজকরা। শুধুমাত্র ক্যাম্পে অংশ নিতে চাইলে ৬০০ টাকা (ছয়শত টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে।

আয়োজক সূত্রে প্রকাশ, এই ক্যাম্পে রোবটিকসে হাতেখড়ি নেয়া যাবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের কোচ এবং আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেয়া মেয়ে শিক্ষার্থীদের থেকে। এই ক্যাম্প শেষে একজন মেয়ে শিশু হাতে কলমে ৭টি রোবটিক্স প্রোজেক্ট সম্পন্ন করবে এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রস্তুতির বিস্তারিত ধারণা পাবে। 

সংবাদটি পঠিত হয়েছে: ৪৪ বার

এ সম্পর্কিত আরও খবর