শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


খবর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল ড্যাফোডিল ইউনিভার্সিটি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১২:১৫

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বাংলা ভাষার বিশুদ্ধ বানান, উচ্চারণ ও প্রয়োগের বিষয়ে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়ে মাতৃভাষার মর্যাাদাকে সমুন্নত রাখার পাশপাশি পরম আদরে হৃদয়ে মাতৃভাষা বাংলার শক্ত গাঁথুনী তৈরির আহ্বান জানান।

যথাযোগ্য মর্যাদায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুক্রবার একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

ড্যাফোডিল স্মার্ট সিটিতে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সম্মান প্রদর্শন করে।

এ উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এম সামসুল আলমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে নিরবতা পালন শেষে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিশ্ববিদ্যালযের প্রক্টর প্রফেসর শেখ মোহাম্মদ  আল্লাইয়ারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রাতের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল এফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমানের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি র‌্যালী বের হয়ে শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে।  এছাড়া বিশ্বিবদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের সংগঠন বিভিন্ন ক্লাবের উদ্যোগে ‘চেতনায় একুশ’ শিরেনামে আলোচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বাংলা ভাষার বিশুদ্ধ বানান, উচ্চারণ ও প্রয়োগের বিষয়ে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়ে মাতৃভাষার মর্যাাদাকে সমুন্নত রাখার পাশপাশি পরম আদরে হৃদয়ে মাতৃভাষা বাংলার শক্ত গাঁথুনী তৈরির আহ্বান জানান।

বক্তারা বলেন, পৃথিবীতে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য একমাত্র বাঙালীরাই প্রাণ বিসর্জন দেয়ার দৃষ্টান্ত স্থাপন করেছে এবং তাদের সেই আত্মত্যাগের কারণেই ২১ শে ফেব্রুয়ারি আজ আন্তজার্তিক মাতৃভাষার স্বীকৃতি লাভ করেছে, জাতি হিসাবে আমাদেরকে গর্বিত করেছে। তাই আমাদেরকেই মাতৃভাষার প্রতি সবচেয়ে বেশী শ্রদ্ধাশীল হতে হবে যা বিশ্বের অন্যান্য দেশ ও ভাষাভাষী মানুষেরা অনুসরণ করবে।    

সংবাদটি পঠিত হয়েছে: ৩৭ বার

এ সম্পর্কিত আরও খবর