মঙ্গলবার

ঢাকা, ৮ জুলাই ২০২৫

সর্বশেষ


খবর

আন্দোলনের মুখে বিয়ের ভেন্যু বদলালেন আমাজনের জেফ বেজোস

প্রকাশ: ২৫ জুন ২০২৫, বিকাল ৫:০৫

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এবার মূল ভেন্যু থেকে কিছুটা দূরে ভেনিসের আরসেনালে লরেন সানচেজকে বিয়ে করবেন বেজোস।

বিয়ের অনুষ্ঠান করবেন বলে ইতালির ভেনিসের প্রাণকেন্দ্রে গোটা কয়েক হোটেল আর অনুষ্ঠানকেন্দ্র ভাড়া নিয়েছিলেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তবে তীব্র আন্দোলনের মুখে ভেন্যু বদলাতে বাধ্য হলেন এই ধনকুবের। আন্দোলনকারীরা এটাকে ‘বিশাল জয়’ বলে দাবি করছেন। খবর বিবিসির।

এবার মূল ভেন্যু থেকে কিছুটা দূরে ভেনিসের আরসেনালে লরেন সানচেজকে বিয়ে করবেন বেজোস।

অনুষ্ঠান আয়োজনের বিপক্ষে ক্যাম্পেইন করে ‘নো স্পেস ফর বেজোস’-এর মতো অ্যাক্টিভিস্ট গ্রুপগুলো। ঐতিহাসিক শহরটিকে ‘ধনকুবেরদের থিম পার্ক’ হিসেবে গণ্য করার বিপক্ষে ছিল তাদের অবস্থান। ধনকুবেরদের জীবনযাপনের এই ধারা টেকসই নয় বলেও যুক্তি দেখান তারা। খালের ওপর ব্যানার টাঙিয়ে প্রতিবাদ করেন আন্দোলনকারীরা। শহরজুড়ে ছিল প্রতিবাদী পোস্টার।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা বিয়ের ভেন্যু বদলের ঘটনা নিশ্চিত করেছেন। তবে আন্দোলনকে তিনি ‘হাস্যকর’ আখ্যা দেন। এমন হাই-প্রোফাইল আয়োজনের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন তিনি। অ্যাকটিভিস্টরা অবশ্য সেটা শোনার জন্য বসে নেই। বিশ্বের সবচেয়ে শক্তিধর মানুষগুলোর একজনকে পর্যুদস্ত করতে পেরেছেন বলে মনে করছেন তারা। তবু শনিবার চূড়ান্ত আন্দোলন করার পরিকল্পনা তাদের।

সংবাদটি পঠিত হয়েছে: ৫২ বার

এ সম্পর্কিত আরও খবর