৪ ঘন্টা আগে
৮ ঘন্টা আগে
২০ ঘন্টা আগে
ছবি: মার্ক জাকারবার্গের বিরুদ্ধে ওপেনএআইয়ের কর্মীদের দলে টানতে বিপুল অর্থ সাধার অভিযোগ এনেছেন স্যাম অল্টম্যান। সংগৃহীত
ছোট ভাই জ্যাক অল্টম্যানের সঞ্চালনায় পডকাস্ট ‘আনক্যাপড’-এ গত মঙ্গলবার স্যাম বলেন, ‘তারা আমাদের দলের অনেক কর্মীকে বিশাল অঙ্কের অর্থ সাধতে শুরু করে। এই যেমন ১০ কোটি ডলারের সাইনিং বোনাস।’
ওপেনএআইয়ের কর্মীদের দলে টানতে কোনো কোনো ক্ষেত্রে ১০ কোটি ডলার পর্যন্ত সেধেছে মার্ক জাকারবার্গের মেটা প্লাটফর্মস। বিপুল এই অর্থ কেবল প্রতিষ্ঠান বদলের সাইনিং বোনাস। তবু তাদের দলে ভেড়াতে পারেনি বলে জানিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান।
ছোট ভাই জ্যাক অল্টম্যানের সঞ্চালনায় পডকাস্ট ‘আনক্যাপড’-এ গত মঙ্গলবার স্যাম বলেন, ‘তারা আমাদের দলের অনেক কর্মীকে বিশাল অঙ্কের অর্থ সাধতে শুরু করে। এই যেমন ১০ কোটি ডলারের সাইনিং বোনাস।’
এখন পর্যন্ত মেটার চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানান অল্টম্যান। বলেন, ‘আমাদের সেরা কর্মীদের কেউ সেই অর্থ গ্রহণের সিদ্ধান্ত নেয়নি।’
মেটার সমালোচনা করে স্যাম আরও বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তায় তাদের বর্তমান প্রচেষ্টা এখন পর্যন্ত তাদের আশানুরূপ হয়নি। তবে তাদের এই আগ্রাসন কিংবা নতুন কিছু পরখ করে দেখার চেষ্টাকে আমি সম্মান জানাই। ...প্রতিষ্ঠান হিসেবে মেটার কিছু দিককে আমি হয়তো সম্মান জানাই, তবে তারা উদ্ভাবনে দারুণ কোনো প্রতিষ্ঠান বলে আমি মনে করি না। আমার মনে হয়, আমরা এমন অনেক কিছু বুঝতে পারি যেটা তারা পারে না।’
অল্টম্যানের বক্তব্য এমন সময়ে এল যখন ‘সুপারইনটেলিজেন্ট’ (মানুষের চেয়ে বুদ্ধিমান) যন্ত্র তৈরিতে মার্ক জাকারবার্গের উদ্যোগ নিয়ে সংবাদ প্রতিবেদন প্রকাশ হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তায় মেটার কাজ নিয়ে মার্ক জাকারবার্গের অসন্তুষ্টির খবরও সামনে আসছে। তিনি এতটাই উদ্বিগ্ন যে দল গঠনে নিজেই মাঠে নেমেছেন। এমনকি নিজ বাড়িতেও সম্ভাব্য কর্মীদের ডেকে কথা বলেছেন বলে ব্লুমবার্গ ও দ্য নিউ ইয়র্ক টাইমস বিভিন্ন সময়ে জানিয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তায় জাকারবার্গের চেষ্টার প্রতিফলন আমরা গত সপ্তাহে দেখেছি। ১ হাজার ৪৩০ কোটি ডলারে স্কেল এআইয়ের ৪৯ শতাংশ শেয়ার কিনেছে মেটা। এই চুক্তির অংশ হিসেবে স্কেল এআইয়ের সদ্যসাবেক সিইও ২৮ বছর বয়সী আলেকজান্দার ওয়াং কয়েকজন সহকর্মীসহ যোগ দেন মেটায়।
বিগত বছরগুলোতে মার্ক জাকারবার্গ তার প্রতিষ্ঠানকে ‘এআই পাওয়ারহাউস’ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। খুব যে সাফল্য পেয়েছেন, তা বলার সুযোগ কম। তবে ওপেনআই পাদপ্রদীপের আলোয় এলে নতুন উদ্যমে কাজে নামেন তিনি।
ক্যানন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ক্যামেরা, ইমেজিং ও প্রিন্টিং পণ্যের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বিশ্বজুড়ে। জাপানে...