৯ ঘন্টা আগে
১০ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
মডেলটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) লাইসেন্সপ্রাপ্ত একটি ওপেন সোর্সনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটি সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এজিআই) তৈরির লক্ষ্যে কাজ করছে, যা মানুষের মতো যুক্তি ও চিন্তা করতে সক্ষম।
সারা বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের কাছে আলোচিত নাম চীনের হ্যাংজু ভিত্তিক একটি এআই স্টার্টআপ ডিপসিক। এটি ডিপসিক আর১ মডেল নামে পরিচিত। বিশেষ কিছু উদ্ভাবনী প্রযুক্তিসুবিধা থাকায় চীনে তৈরি এআই মডেলটি মানুষের কাছে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে।
মডেলটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) লাইসেন্সপ্রাপ্ত একটি ওপেন সোর্সনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটি সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এজিআই) তৈরির লক্ষ্যে কাজ করছে, যা মানুষের মতো যুক্তি ও চিন্তা করতে সক্ষম। ওপেন সোর্স হওয়ায় এটি বিনা মূল্যে ব্যবহার করা যায়। তাই এটি ওপেনএআই-এর চ্যাটজিপিটি ও গুগল জেমিনির মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে।
আর তাই যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির আলোচিত প্রযুক্তি উদ্যোক্তাসহ শীর্ষ কর্মকর্তারা ডিপসিক সম্পর্কে নিজেদের ভাবনার কথা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। এখানে সংক্ষেপে আলোচনা করা হলো।
‘জেভনস প্যারাডক্স আবারও দেখা গেছে। ডিপসিকের নতুন মডেল একটি কার্যকর ওপেন সোর্স মডেলের অনন্য উদাহরণ। তবে এটি বিভিন্ন দিক থেকে স্মার্ট ও দক্ষ এআই মডেল, যেটি ব্যবহারকারীদের কাছে টানতে সক্ষম।’- বলেছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা।
ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান ডিপসিক আর১ মডেলের প্রশংসা করে বলেছেন, ডিপসিক একটি সময়োপযোগী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল। প্রযুক্তি বিশ্বে চ্যাটজিপিটির এমন প্রতিযোগী থাকা গুরুত্বপূর্ণ। ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটিতে আরও উন্নত মডেল আনবে ওপেনএআই। এছাড়া, আমরা এজিআই ও নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছি।
ডিপসিকের সাফল্যকে ইতিবাচক হিসেবে দেখছেন মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন। তিনি বলেন, অনেকে মনে করছেন চীন এআইতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু আসলে ওপেন সোর্স মডেল মালিকানার ধারণাকে অতিক্রম করছে। ডিপসিক ওপেন রিসার্চ ও ওপেন সোর্স থেকে উপকৃত হয়েছে, যেমন মেটার পাইটর্চ ও লামা। নতুন ধারণাগুলো আগের গবেষণার ওপর ভিত্তি করেই এসেছে, যা ওপেন সোর্সের শক্তি।
‘ডিপসিক এখন অ্যাপ স্টোরের শীর্ষে। এমনকি চ্যাটজিপিটিকেও ছাড়িয়ে গেছে। এটি সফল হতে এনভিডিয়ার সুপার কম্পিউটার বা ১০ কোটি ডলারের প্রয়োজন হয়নি। এআই এখন সাধারণ মানুষের জন্য একটি পণ্য হয়ে উঠেছে।’-বললেন সেলসফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক বেনিওফ।
ডিপসিক নিয়ে এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ডিপসিক এআই উন্নতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা টেস্ট টাইম স্কেলিংয়ের সেরা উদাহরণ। ডিপসিকের কাজ দেখায় যে নতুন মডেলগুলো কীভাবে কাজ করে। এ ধরনের মডেল প্রচলিত মডেলগুলোর সুবিধা নেয় এবং নিয়ন্ত্রিত উপায়ে গণনা সম্পন্ন করে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...