মঙ্গলবার

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪

সর্বশেষ


খবর

আইসিএবি গোল্ড মেডেল পেলো রবি, সিলভার জিপি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১০:২৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

প্রতিযোগিতায় ব্যাংক এশিয়া পিএলসি এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি যৌথভাবে গোল্ড পুরস্কার বিজয়ী এবং সিটি ব্যাংক পিএলসি সিলভার পুরস্কার বিজয়ী এবং ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি যৌথভাবে ব্রোঞ্জ পুরস্কার বিজয়ী হয়েছে। 

এ বছর কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ক্যাটাগরিতে ২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে গোল্ড মেডেল জয় করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। আর গ্রামীণফোন লিমিটেড জিতেছে সিলভার পুরস্কার এবং ব্রোঞ্জ পুরস্কার বিজয়ী হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

এছাড়াও ম্যানুফ্যাকচারিং বিভাগে সিলভার পুরস্কার বিজয়ী হয়েছে টেলিকম ও প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনাগাঁও-এ বিজয়ী প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রবি’র পক্ষে রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার এম রিয়াজ রশীদের সঙ্গে সম্মাননা গ্রহণের সময় উপস্থিত ছিলেন একই টিমের সদস্য মঈন উদ্দিন রিয়াদ ও সঞ্জীব ঘোষ। অপরদিকে গ্রামীণফোনের পক্ষে প্রতিষ্ঠানটির ডিজিএম মশিউর রহমান জুয়েল সম্মাননা পদক গ্রহণ করেন।

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দীনের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য সচিব ‍মো. সেলিম উদ্দিন এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

অনুষ্ঠানে সেরা প্রতিবেদন নির্বাচন প্রক্রিয়া তুলে ধরে বক্তব্য রাখেন আইসিএবি’র রিভিউ কমিটি ফর পাবলিশড একাউন্টস এন্ড রিপোর্টস (আরসিপিএআর)-এর চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ও কো-চেয়ারম্যান মো. মনিরুজ্জান।

প্রতিযোগিতায় সেরা উপস্থাপিত বার্ষিক প্রতিবেদন, সমন্বিত প্রতিবেদন এবং করপোরেট সুশাসন ডিসক্লোজারস এই তিন খাতে মোট ২২ প্রতিষ্ঠানকে পুরুস্কার দেওয়া হয়। এছাড়াও ৮ প্রতিষ্ঠানকে ‘মেরিট’ সম্মাননা দেওয়া হয়।

এই প্রতিযোগিতায় মনোনয়নের জন্য ৭৬ প্রতিষ্ঠান তাদের আর্থিক প্রতিবেদন ২০২৩ আইসিএবিতে জমা দেয়। বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে প্রতিটি খাতে তিনটি সেরা প্রতিবেদন সার্কভুক্ত দেশের মধ্যে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্ট্যান্টসের (সাফা) প্রতিযোগিতায় মনোনয়নের জন্য পাঠানো হবে।

প্রতিযোগিতায় ব্যাংক এশিয়া পিএলসি এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি যৌথভাবে গোল্ড পুরস্কার বিজয়ী এবং সিটি ব্যাংক পিএলসি সিলভার পুরস্কার বিজয়ী এবং ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি যৌথভাবে ব্রোঞ্জ পুরস্কার বিজয়ী হয়েছে। এছাড়াও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড গোল্ড পুরস্কার বিজয়ী হয়েছে এবং আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ব্রোঞ্জ পুরস্কার বিজয়ী হয়েছে।

সংবাদটি পঠিত হয়েছে: ৬৩ বার

এ সম্পর্কিত আরও খবর