১৪ ঘন্টা আগে
১৪ ঘন্টা আগে
১৫ ঘন্টা আগে
১৫ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
অ্যাপলের আইফোন ১৬ সিরিজের ইভেন্টের পর পরই হুয়াওয়ের নতুন ট্রাই-ফোল্ড স্মার্টফোনের লঞ্চ করার কৌশলগত এ সিদ্ধান্ত একটি ভালো পদক্ষেপ। যদি দুটি ডিভাইসের লঞ্চের মধ্যে একটি দীর্ঘ ব্যবধান থাকত, তবে অনেক ক্রেতাই আইফোন ১৬ সিরিজে আগ্রহী হয়ে পড়তেন, যা হুয়াওয়ের ট্রাই-ফোল্ড ডিভাইসটির প্রতি তাদের ইতিবাচক সাড়ার সম্ভাবনা কমিয়ে দিত।
অ্যাপল চলতি সপ্তাহে তাদের গ্লো টাইম ইভেন্টে আইফোন ১৬ উন্মোচন করতে যাচ্ছে। আর এ আয়োজনের কয়েক ঘণ্টার মধ্যে হুয়াওয়ে টেকনোলজিস বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন প্রকাশ করবে বলে জানিয়েছে।
এদিকে হুয়াওয়ে চীনে তাদের ক্রেতার সংখ্যা ও বাজারের উপস্থিতি দ্রুত বাড়াচ্ছে। প্রযুক্তিসংশ্লিষ্টদের মতে, কোম্পানিটি সরাসরি অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে।
হুয়াওয়ে চলতি মাসের শুরুতে তাদের মাইক্রোব্লগিং প্লাটফর্ম উইবোতে একটি জেড আকৃতির চিত্রসহ ইভেন্টের ঘোষণা করে। চিত্রটি তাদের ডুয়াল-হিংড (দুটি ভাঁজযুক্ত স্মার্টফোন) হ্যান্ডসেটের অনুরূপ। হুয়াওয়ের কনজিউমার বিজনেস গ্রুপের চেয়ারম্যান রিচার্ড ইউ চেংডং উইবোর একটি রি-পোস্টে বলেছেন, হুয়াওয়ের সবচেয়ে এগিয়ে থাকা, উদ্ভাবনী এবং বিপ্লবী পণ্য আসছে।
হুয়াওয়ে তাদের নতুন পণ্য সম্পর্কে ঘোষণায় ডিভাইসটি নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
টেকইনসাইটসের বিশ্লেষক অভিলাষ কুমার বলেছেন, অ্যাপলের আইফোন ১৬ সিরিজের ইভেন্টের পর পরই হুয়াওয়ের নতুন ট্রাই-ফোল্ড স্মার্টফোনের লঞ্চ করার কৌশলগত এ সিদ্ধান্ত একটি ভালো পদক্ষেপ। যদি দুটি ডিভাইসের লঞ্চের মধ্যে একটি দীর্ঘ ব্যবধান থাকত, তবে অনেক ক্রেতাই আইফোন ১৬ সিরিজে আগ্রহী হয়ে পড়তেন, যা হুয়াওয়ের ট্রাই-ফোল্ড ডিভাইসটির প্রতি তাদের ইতিবাচক সাড়ার সম্ভাবনা কমিয়ে দিত।
একটি পৃথক উইবো পোস্টে রিচার্ড ইউ চেংডং জানান, কোম্পানির প্রত্যাশিত ডিভাইসটির নাম হবে মেট এক্সটি। মেট নামটি হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর জন্য ব্যবহৃত হয়, যার মধ্যে রয়েছে গত বছরের মেট ৬০ প্রো, যা চীনে হুয়াওয়ের পুনরুত্থানে বিশেষ ভূমিকা রাখে। এরপর এপ্রিলে পিউরা ৭০ আসার পর অ্যাপল দেশটিতে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন হয়। উল্লেখ্য, চীন অ্যাপলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারগুলোর মধ্যে একটি। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...