বুধবার

ঢাকা, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ


টেলিকম

আইএসপির লাইসেন্সের আবেদন করেছেন বাংলালিংকের সিইও

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৪:৫৫

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের জন্য এই বিধিনিষেধ প্রত্যাহার করা হলে শিল্পখাতে উদ্ভাবন, বিনিয়োগ, প্রতিযোগিতা এবং টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স চেয়ে বিটিআরসি চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন বাংলালিংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এরিক অস। সম্প্রতি এই আবেদন করেছেন তিনি।

আবেদনে বাংলালিংক সিইও বলেছেন, ‘প্রয়োজনীয় সক্ষমতা ও দক্ষতা থাকা সত্ত্বেও বাংলাদেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্সিং নীতিমালার আওতায় মোবাইল নেটওয়ার্ক অপারেটর এবং তাদের শেয়ারহোল্ডারদের আইএসপি লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে দেশব্যাপী বিদ্যমান টেলিযোগাযোগ অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে এবং বিশ্বমানের উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানের সম্ভাবনাও সীমিত থাকছে।’

তিনি বলেন, ‘মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের জন্য এই বিধিনিষেধ প্রত্যাহার করা হলে শিল্পখাতে উদ্ভাবন, বিনিয়োগ, প্রতিযোগিতা এবং টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

আর এই প্রেক্ষাপটেই বাংলালিংক বিটিআরসির কাছে আইএসপি লাইসেন্স চাইছে যা দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আবেদনে উল্লেখ করেন তিনি।

এরিক অস এজন্য সকল নীতিমালা যথাযথভাবে অনুসরণের প্রতিশ্রুতি দেন এবং একটি শক্তিশালী ও উদ্ভাবনী টেলিযোগাযোগ ইকোসিস্টেম গড়ে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেন।

সংবাদটি পঠিত হয়েছে: ১২৮ বার

এ সম্পর্কিত আরও খবর